বেপরোয়া ডাম্পারের মরণ-ঝাঁপ! বাইকে ধাক্কা দিয়ে উল্টে গেল সাইকেল আরোহীর ওপর, রক্তারক্তি কাণ্ড

দোকান বন্ধ করে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন বছর আটচল্লিশের অভিজিৎ নন্দী। কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানে সব শেষ হয়ে গেল। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড়ের কাছে বেপরোয়া এক বালি বোঝাই ডাম্পারের তলায় পিষে মৃত্যু হলো তাঁর। শুক্রবার রাতের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

কীভাবে ঘটল এই নৃশংস দুর্ঘটনা? স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে একটি বালি বোঝাই ডাম্পার প্রচণ্ড গতিতে বিষ্ণুপুর বাইপাস ধরে বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল। ভগৎ সিং মোড়ের কাছে আসতেই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক চলন্ত বাইক চালককে ধাক্কা দেয়। এরপর ভারসাম্য হারিয়ে ডাম্পারটি রাস্তার ধারে উল্টে যায়।

ঠিক সেই সময় চায়ের দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন গোপালপুর এলাকার বাসিন্দা অভিজিৎ নন্দী। বালি বোঝাই ভারী ডাম্পারটি সরাসরি তাঁর শরীরের ওপর আছড়ে পড়ে। বালি ও লোহার স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘণ্টা দেড়েকের রুদ্ধশ্বাস উদ্ধারকাজ: দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ধরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে ডাম্পারটি সরানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ডাম্পার সোজা করা হলে অভিজিৎ বাবুর নিথর দেহটি উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা: এই ভয়াবহ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছলে চূড়ান্ত হেনস্থার শিকার হন সংবাদমাধ্যমের কর্মীরা। অভিযোগ, এলাকার বেশ কিছু মদ্যপ যুবক সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং তাঁদের কাজে বাধা দেয়। এমনকি এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই দুর্ভাগ্যজনক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর।

আতঙ্কে শহরবাসী: বিষ্ণুপুরের রাস্তায় ভারী যানবাহনের এই বেপরোয়া গতি ও মদ্যপ যুবকদের তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বালি বোঝাই ডাম্পারের যাতায়াতে পুলিশি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন নিহতের পরিজনেরা।