ডাস্টবিনে হীরে খুঁজছেন মোনালি! বিদেশের মাটিতে গায়িকার একী দশা? ভিডিও পোস্ট করে শোনালেন সেই রোমহর্ষক গল্প

বহুমূল্য শখের জিনিস হারিয়ে গেলে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি—সবারই মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু হারানো জিনিস ফিরে পেতে কতটা নিচে (পড়ুন ডাস্টবিনে) নামা যায়, তা প্রমাণ করে দিলেন বলিউড ও টলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। সম্প্রতি সুইজারল্যান্ড সফরে গিয়ে জুরিখ বিমানবন্দরে এক অদ্ভুত পরিস্থিতির শিকার হলেন তিনি।

ঠিক কী ঘটেছিল? মোনালি নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে একেবারে ভোরবেলা। বিমানবন্দরে আবর্জনা ফেলতে গিয়ে অসাবধানতাবশত তাঁর হাত থেকে একটি দামি হীরের আংটি সরাসরি ডাস্টবিনের ভেতরে পড়ে যায়।

সেলিব্রেটি ইমেজ বনাম ডাস্টবিন: সাধারণত একজন নামী তারকার পক্ষে জনসমক্ষে ডাস্টবিনে হাত ঢোকানো বেশ অস্বস্তিকর। কিন্তু মোনালি জানিয়েছেন:

ভোররাতের সুবিধা: সেই সময় বিমানবন্দর প্রায় জনশূন্য ছিল, তাই চেনা কেউ দেখে ফেলার ভয় ছিল না।

সাহসী পদক্ষেপ: আংটিটি চোখের সামনেই পড়ে যেতে দেখেছিলেন তিনি, তাই দেরি না করে নিজেই নোংরার স্তূপে চিরুনি তল্লাশি শুরু করেন।

অচেনা মানুষের সাহায্য: মোনালির এই অবস্থা দেখে বেশ কয়েকজন বিদেশি যাত্রী এগিয়ে আসেন। তাঁদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত হীরের আংটিটি ফিরে পান গায়িকা।

ভিডিওতে মোনালিকে বেশ হালকা মেজাজে ধরা দিলেও তিনি স্বীকার করেছেন যে, সেই মুহূর্তে আংটি ফিরে পাওয়ার আনন্দ ছিল আকাশছোঁয়া।

 

View this post on Instagram

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

অসুস্থতার রেশ কাটিয়ে ফিরছেন: উল্লেখ্য, কয়েকদিন আগেই কোচবিহারে অনুষ্ঠান করতে গিয়ে প্রবল শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মোনালিকে। সেই দুঃসময় কাটিয়ে তিনি যে এখন সুস্থ এবং বিদেশের মাটিতে ফুরফুরে মেজাজে ঘুরছেন, তা দেখে স্বস্তিতে তাঁর অনুরাগীরা।