পুরসভার রিপোর্টে বিস্ফোরক তথ্য! গার্ডেনরিচ-মেটিয়াবুরুজেই সবথেকে বেশি জন্ম শংসাপত্র? ‘ভুয়ো ভোটার’ তত্ত্বে সরব বিজেপি

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে রাজ্যে যখন সাজ সাজ রব, ঠিক তখনই কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু শংসাপত্রের পরিসংখ্যান ঘিরে তৈরি হলো বড়সড় বিতর্ক। বিরোধীদের লাগাতার চাপে পড়ে অবশেষে ১ আগস্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইস্যু করা সার্টিফিকেটের খতিয়ান পেশ করল পুরসভার স্বাস্থ্য বিভাগ। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের পেশ করা এই রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপির অভিযোগ করা এলাকাগুলোতেই শংসাপত্র দেওয়ার হার সবথেকে বেশি।

রিপোর্টে কী কী তথ্য উঠে এল?

পুরসভার দেওয়া খতিয়ান অনুযায়ী, তিলজলা, তপসিয়া থেকে মেটিয়াবুরুজ—সব জায়গাতেই গত কয়েক মাসে শংসাপত্র নেওয়ার ধুম পড়েছে। এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ বোরোগুলোর পরিসংখ্যান:

এলাকা/বোরো জন্ম শংসাপত্র (Birth) মৃত্যু শংসাপত্র (Death) প্রধান এলাকা
৭ নম্বর বোরো ১৩০১ ২৩১ তিলজলা, তপসিয়া, পার্ক সার্কাস
১২ নম্বর বোরো ৯৮৩ ৫৭৯ ই.এম বাইপাস, যাদবপুর এলাকা
১৫ নম্বর বোরো ৫১৬ ২৮৪ গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ
৩ নম্বর বোরো ৯৪৬ ৩১৪ নারকেলডাঙা, রাজাবাজার
পুর সদর দফতর ১৩২৬ ৭০১ ধর্মতলা ও পার্শ্ববর্তী এলাকা

রাজনৈতিক তরজা ও অভিযোগের পাহাড়:

বিজেপির পক্ষ থেকে কাউন্সিলর সজল ঘোষ সরাসরি অভিযোগ তুলেছেন যে, ভোটার তালিকায় নাম তোলার নথি (SIR Document) হিসেবে ব্যবহার করতেই এই পুরনো শংসাপত্রগুলো এখন তোলা হচ্ছে। তাঁর দাবি, রাজাবাজার বা গার্ডেনরিচের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই হার অস্বাভাবিক। গেরুয়া শিবিরের মতে, এর পেছনে ‘ভুয়ো ভোটার’ তৈরির বড় চক্র থাকতে পারে।

অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, সাধারণ মানুষ প্রয়োজনেই এই শংসাপত্র নিয়েছেন এবং প্রতিটি নথি খতিয়ে দেখেই ইস্যু করা হয়েছে। এতে কোনো অনিয়ম নেই। তবে এসআইআর আতঙ্কে যে সার্টিফিকেটের জন্য লাইন দীর্ঘ হয়েছে, তা মেনে নিচ্ছেন প্রশাসনিক কর্তাদের একাংশও।