টিকিট কি কনফার্ম হবে? আর দুশ্চিন্তা নেই! দূরপাল্লার ট্রেনের চার্ট নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

দূরপাল্লার ট্রেনের টিকিট কনফার্ম হবে কি না—এই আশঙ্কায় স্টেশনে পৌঁছানো পর্যন্ত বুক ধকপক করে বহু যাত্রীর। এবার সেই দুশ্চিন্তা দূর করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। শেষ মুহূর্তের ভোগান্তি কমাতে এবার থেকে ট্রেনের ফাইনাল রিজার্ভেশন চার্ট (Reservation Chart) অনেক আগেই প্রকাশ করার ইঙ্গিত দিয়েছে রেল কর্তৃপক্ষ।

কী বদল আসছে? এতদিন নিয়ম ছিল, ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চূড়ান্ত চার্ট প্রকাশিত হতো। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারতেন না তাঁরা আদৌ যাত্রা করতে পারবেন কি না। এবার সেই সময়সীমা অনেকটাই এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ডের এই সিদ্ধান্তে প্রতিটি জোনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? রেল কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো যাত্রীদের মানসিক চাপ কমানো।

সুষ্ঠু পরিকল্পনা: আগে থেকে চার্ট জানা গেলে যাত্রীরা তাঁদের যাতায়াতের পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন।

অনিশ্চয়তা হ্রাস: বিশেষ করে বয়স্ক বা পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য এই সিদ্ধান্ত আশীর্বাদস্বরূপ।

ডিজিটাল উন্নতি: রেলের এক আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল বুকিং ব্যবস্থার উন্নতির ফলেই এখন দ্রুত চার্ট তৈরি ও প্রকাশ করা সম্ভব হচ্ছে।

কবে থেকে চালু হবে? রেল বোর্ড খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা বা গাইডলাইন জারি করবে। ডিজিটাল ইন্ডিয়া মিশনের অধীনে রেলের প্রতিটি সফটওয়্যারকে আপডেট করা হচ্ছে যাতে যাত্রীরা মোবাইলেই আগেভাগে তাঁদের বার্থ পজিশন জানতে পারেন। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ রেলযাত্রীরা।