“যোগ্যরা তৈরি থাকুন, সময় আসছে!” লাভপুর থেকে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, বীরভূমে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের বড় আশ্বাস

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গণহারে চাকরি বাতিলের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই বীরভূমের লাভপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন লাভপুরের প্রকাশ্য সভা থেকে তিনি কেবল রাজ্য সরকারকেই ‘ধুয়ে’ দেননি, বরং রাজ্যের বঞ্চিত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ: শুভেন্দু অধিকারী এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর ‘চপ ও ঘুগনি’ বিক্রির পরামর্শকে নিশানা করেন। তিনি বলেন, “একদিকে যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে চোখের জল ফেলছেন, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তাঁদের চপ ভাজতে বলছেন। এই অপমান বাংলার শিক্ষিত যুবসমাজ সহ্য করবে না।” তিনি আরও অভিযোগ করেন যে, সরকারের দুর্নীতির কারণেই আজ ৩১৩ জন (জিটিএ) থেকে শুরু করে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারের মুখে।
যোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ‘বিরাট’ বার্তা: আদালতের নির্দেশে ক্রমাগত চাকরি বাতিলের ঘটনায় যোগ্য প্রার্থীদের মনে যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে, তা কাটাতে শুভেন্দু বলেন:
“আদালতে ভরসা রাখুন:” শুভেন্দুর দাবি, যাঁরা মেধার জোরে পরীক্ষা দিয়েও বঞ্চিত হয়েছেন, তাঁদের লড়াইয়ে বিজেপি সবসময় পাশে থাকবে।
“যোগ্যদের দিন আসছে:” বিরোধী দলনেতা আশ্বাস দেন যে, অযোগ্যদের সরিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁর কথায়, “চোরদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এবার যোগ্যদের স্কুলে ফেরার সময়।”
বীরভূমের মাটিতে রাজনৈতিক হুঁশিয়ারি: অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের রাজনৈতিক সমীকরণ যে বদলেছে, এদিন শুভেন্দুর সভায় ভিড় ছিল তার বড় প্রমাণ। তিনি সাফ জানান, “তৃণমূলের জমিদারি আর চলবে না। মানুষের টাকা যারা খেয়েছে, তাদের প্রত্যেককে জেলের ঘানি টানতে হবে।”
লাভপুরের এই সভা থেকে শুভেন্দু অধিকারীর বার্তা আগামী দিনে শিক্ষক নিয়োগ আন্দোলনকে যে আরও অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য।