“চোখ সরাতে পারি না, মন্ত্রমুগ্ধ হয়ে যাই!” ঐশ্বর্য রাইকে নিয়ে এ কী বললেন অক্ষয়? তুঙ্গে প্রেমের গুঞ্জন

বলিউডে এই মুহূর্তে নতুন করে চর্চার কেন্দ্রে অভিনেতা অক্ষয় খান্না। স্যোশাল মিডিয়া থেকে বক্স অফিস—সবটাই যেন এখন অক্ষয়-ময়। বিশেষ করে তাঁর অভিনয় দক্ষতা থেকে শুরু করে নাচের হুকস্টেপস, সবই এখন ভাইরাল। ভক্তদের একাংশের দাবি, অক্ষয় বরাবরই রণবীর সিং-এর মতো অভিনেতাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন, কিন্তু বলিউড তাঁকে যোগ্য সম্মান দেয়নি। তবে এই মুহূর্তে অভিনেতার অভিনয় ছাপিয়ে চর্চায় উঠে এসেছে বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের প্রতি তাঁর এক পুরনো ‘ক্রাশ’ ও বিয়ের প্রসঙ্গ।
কেন আজও অবিবাহিত অক্ষয়?
৪৯ বছর বয়সেও অক্ষয় খান্না বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলার’। কেন তিনি বিয়ে করলেন না, এই নিয়ে হাজারো প্রশ্ন ভক্তদের মনে। অক্ষয় অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়েছেন আগেই। তাঁর সাফ কথা, তিনি একা থেকে সুখী। কোনো দায়িত্ব নিতে চান না বলেই বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। তবে এই সিঙ্গেল লাইফের আড়ালে কি কোনো পুরনো ভালো লাগা লুকিয়ে রয়েছে?
“ঐশ্বর্যের দিক থেকে চোখ ফেরাতে পারি না”
সম্প্রতি ভাইরাল হওয়া করণ জোহরের একটি শো-তে অক্ষয়ের স্বীকারোক্তি সবাইকে চমকে দিয়েছে। সেখানে অক্ষয় জানিয়েছিলেন, ঐশ্বর্য রাইয়ের সৌন্দর্যে তিনি রীতিমতো মন্ত্রমুগ্ধ। তাঁদের জুটির ‘তাল’ (Tal) এবং ‘আ আব লট চলে’ ছবি দুটি বক্স অফিসে কাল্ট হয়ে রয়েছে।
ঐশ্বর্য সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা বলেন:
“ঐশ্বর্য পৃথিবীর সবথেকে সুন্দরী ও মোহময়ী নারী।”
“আমি ওর মুখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারি না। চোখ স্থির হয়ে যায়।”
“আমার এই ভালো লাগার কথা ঐশ্বর্য নিজেও জানেন। যদিও উনি এসব শুনে লজ্জা পান না কারণ উনি অভ্যস্ত, কিন্তু আমি লজ্জা পাই কারণ আমি সাধারণত কারোর দিকে এভাবে তাকাই না।”
অক্ষয়-ঐশ্বর্য জুটির সেই চর্চিত রসায়ন
১৯৯৯ সালে যখন এই জুটি একের পর এক হিট ছবি দিচ্ছিল, তখন বিটাউনে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু সঞ্জয় লীলা ভনসালির ছবিতে সলমন খানের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের কাজ শুরু করার পর সেই সম্পর্কের গুঞ্জন ধামাচাপা পড়ে যায়। আজ কয়েক দশক পার হয়ে গেলেও অক্ষয় খান্নার সেই ‘মোহ’ যে কমেনি, তা অভিনেতার কথাতেই স্পষ্ট।
বলিউড থেকে শুরু করে স্যোশাল মিডিয়া—অক্ষয় খান্নার এই অকপট স্বীকারোক্তি এখন টক অফ দ্য টাউন। নেটিজেনরা বলছেন, অক্ষয় কেবল দক্ষ অভিনেতাই নন, তিনি একজন প্রকৃত রোমান্টিক মানুষও বটে।