ভারত-বাংলাদেশ সম্পর্কে চূড়ান্ত ফাটল? একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কি বড় কোনো সংকেত!

ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক কি এখন খাদের কিনারায়? বাংলাদেশে একের পর এক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) বন্ধ হওয়ার ঘটনায় এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বুধবার ঢাকার পর বৃহস্পতিবার রাজশাহী ও খুলনার ভিসা কেন্দ্রগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো।
নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত
মূলত বাংলাদেশে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মী ও ভিসা কেন্দ্রের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী ও খুলনার ভিসা আবেদন কেন্দ্র আজ থেকে বন্ধ রাখা হচ্ছে। যাঁদের আজ আসার কথা ছিল, তাঁদের পরবর্তী সময় এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”
হুমকির মুখে কূটনৈতিক মর্যাদা
সম্প্রতি বাংলাদেশের ‘জাতীয় নাগরিক শক্তি’র নেতা হাসনাত আবদুল্লাহর একটি বিতর্কিত বয়ান আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উস্কানি দেওয়ার পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূতকে মারধর করে বের করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছেন। এই ধরণের চরম ভারত-বিরোধী মনোভাবের পরেই ভারত সরকার সুরক্ষার খাতিরে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
দিল্লিতে তলব বাংলাদেশের হাই-কমিশনারকে
পরিস্থিতি সামাল দিতে বুধবারই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের বিদেশমন্ত্রক (MEA)। ভারতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে:
বাংলাদেশ সরকারকে ভারতীয় দূতাবাস ও দফতরগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম মেনেই কর্মীদের সুরক্ষা দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।
তবে বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতি এবং ক্রমবর্ধমান ভারত-বিদ্বেষী স্লোগান দুই দেশের স্বাভাবিক সম্পর্কের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা চিকিৎসার বা ভ্রমণের প্রয়োজনে ভারতে যান, ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় তাঁরাই এখন সবথেকে বেশি বিপাকে পড়েছেন।