ভয়াবহ রক্তারক্তি ফলতায়! প্রতিবেশীর রডের ঘায়ে প্রাণ গেল ব্যক্তির, রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার গোপালপুর

সামান্য বচসা যে এমন প্রাণঘাতী রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি দক্ষিণ ২৪ পরগনার ফলতার গোপালপুর এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে দুই প্রতিবেশীর বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। নিহতের নাম আহম্মদ আলি। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
রড দিয়ে মাথায় আঘাত, ঘটনাস্থলেই মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী আকবর খাঁ-র পরিবারের সঙ্গে আহম্মদ আলির পরিবারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বচসা চলাকালীন অভিযোগ ওঠে, আসগার আলি খানের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে আহম্মদ আলিকে লক্ষ্য করে লোহার রড দিয়ে হামলা চালায়। রডের আঘাতে সরাসরি আহম্মদ আলির মাথায় গভীর ক্ষত তৈরি হয় এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
তদন্ত শুরু করে পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত আহম্মদ আলির বিরুদ্ধে অতীতে বেশ কিছু অপরাধমূলক কাজের রেকর্ড ছিল। তবে আজকের এই খুনের সঙ্গে তাঁর পুরনো কোনো শত্রুতা নাকি স্রেফ তাৎক্ষণিক বিবাদই কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন।
বর্তমানে গোপালপুর এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত আসগার আলি ও তার পরিবারের বাকি সদস্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।