ট্রেনে বেশি মালপত্র নিলেই গুণতে হবে জরিমানা! বড় ঘোষণা রেলমন্ত্রীর, সফরের আগে জেনে নিন নয়া নিয়ম

এবার থেকে ট্রেনে যা খুশি তাই মালপত্র নিয়ে ওঠা যাবে না। ইচ্ছেমতো লাগেজ নিয়ে ট্রেনে উঠলে পকেটে পড়তে পারে টান। দূরপাল্লার সফরের আগে যাত্রীদের মালপত্রের ওজন নিয়ে এবার লোকসভায় কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানবন্দরের মতো রেলেও যে ওজনের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে, তা আরও একবার স্পষ্ট করে দিল কেন্দ্র।

রেলমন্ত্রীর স্পষ্ট বার্তা: নিয়ম না মানলে জরিমানা
সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডির এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান, প্রতিটি ট্রেনের কামরা বা ক্লাস অনুযায়ী যাত্রীরা কতটা ওজনের মালপত্র সঙ্গে নিতে পারবেন, তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। রেলের নিয়ম অনুযায়ী, এই নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ওজন হলেই দিতে হবে বাড়তি মাশুল। সাধারণ কোচগুলোতে সাধারণত ৩৫ কেজির বেশি ওজন হলেই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়।

কোন কোচে কত কেজি ওজনের অনুমতি?
ট্রেনের টিকিটের শ্রেণি বা কোচ অনুযায়ী ওজনের সীমা আলাদা আলাদা। এক নজরে দেখে নিন কোন কোচে কত কেজি মালপত্র নিখরচায় নেওয়া যাবে:

এসি ফার্স্ট ক্লাস (AC 1st Class): সর্বাধিক ৭০ কেজি।

এসি টু টিয়ার (AC 2nd Class): সর্বাধিক ৫০ কেজি।

এসি থ্রি টিয়ার ও স্লিপার ক্লাস (AC 3rd & Sleeper): সর্বাধিক ৪০ কেজি।

সেকেন্ড ক্লাস (General/2nd Class): সর্বাধিক ৩৫ কেজি।

বাড়তি ওজন নিলে কত টাকা লাগবে?
যদি আপনার কাছে থাকা মালপত্রের ওজন নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়, তবে আপনাকে তা আগেভাগে বুকিং করতে হবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুকিং ছাড়া অতিরিক্ত লাগেজ নিয়ে ধরা পড়লে সাধারণ লাগেজ রেটের দেড় গুণ (১.৫ গুণ) বেশি টাকা জরিমানা বা ফি হিসেবে দিতে হবে।

বড় ট্রাঙ্ক বা বক্স নিয়ে যাওয়ার নিয়ম
শুধু ওজন নয়, লাগেজের আয়তন বা সাইজের ওপরও বিধিনিষেধ জারি করেছে রেল। যদি স্যুটকেস বা ট্রাঙ্ক নির্দিষ্ট সাইজের চেয়ে বেশি বড় হয়, তবে তা যাত্রীদের বসার কামরায় নিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে ওই জিনিসগুলো পার্সেল ভ্যানে পাঠাতে হবে।

রেলের এই কড়াকড়িতে একদল যাত্রী অখুশি হলেও, রেল কর্তৃপক্ষের দাবি—সহযাত্রীদের জায়গা নিশ্চিত করতে এবং কামরার ভিড় কমাতে এই নিয়ম কার্যকর করা অত্যন্ত জরুরি। তাই আগামীতে ট্রেন সফরের আগে নিজের লাগেজের ওজন মেপে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।