“বোরখা কেন? মুখ দেখাতে কী লজ্জা?”-জাভেদ আখতারের প্রশ্নে ফের শুরু বিতর্ক

তিনি বরাবরই ঠোঁটকাটা, স্পষ্টবাদী এবং যুক্তিবাদী। এবার বোরখা ও পর্দার আড়ালে মুখ ঢেকে রাখা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বিতর্কের কেন্দ্রে জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আখতার। ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর দেওয়া উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
মুসলিম তরুণীর প্রশ্ন ও জাভেদের যুক্তি: ভুবনেশ্বরে সংস্কৃতি মন্ত্রকের একটি অধিবেশনে এক বোরখা পরিহিত মুসলিম তরুণী জাভেদ আখতারকে প্রশ্ন করেন— “মহিলারা বোরখা দিয়ে মুখ ঢাকলে কি তাদের কম শক্তিশালী করে তোলে?” এই প্রশ্নের জবাবে জাভেদ ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক চাপের সূক্ষ্ম পার্থক্যটি তুলে ধরেন। তাঁর মতে, মুখ ঢেকে রাখা ব্যক্তিগত পছন্দের চেয়েও সমাজের চাপিয়ে দেওয়া নিয়মের বহিঃপ্রকাশ।
শালীনতা বনাম পর্দা: বক্তব্য রাখতে গিয়ে জাভেদ আখতার পোশাকের ‘শালীনতা’র ওপর জোর দেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি পুরুষ হোক বা নারী—অত্যধিক খোলামেলা পোশাক মর্যাদাপূর্ণ নয়। একজন পুরুষ যদি স্লিভলেস শার্ট পরে অফিস বা কলেজে যান, সেটি যেমন বেমানান, ঠিক তেমনই মহিলাদেরও শালীন পোশাক পরা উচিত।”
“নিজের মুখ কি অশ্লীল?” তবে শালীনতা মানেই মুখ ঢেকে রাখা নয়, তা মনে করিয়ে দিয়ে জাভেদ প্রশ্ন তোলেন, “কারও মুখ কি অশ্লীল বা অসম্মানজনক হতে পারে? তাহলে কেন তা ঢেকে রাখা হবে? নিজের মুখ নিয়ে লজ্জিত হওয়ার কী আছে?” তাঁর এই যুক্তিপূর্ণ প্রশ্নটি নেটিজেনদের বড় অংশের মন জয় করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া: জাভেদ আখতারের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। প্রগতিশীলদের একাংশ তাঁকে সাধুবাদ জানালেও, ধর্মীয় রক্ষণশীলরা তাঁর তীব্র বিরোধিতা শুরু করেছেন। সব মিলিয়ে জাভেদ আখতারের এই ‘মুখোশ খোলা’ মন্তব্য এখন টক অফ দ্য টাউন।