‘এরা দেহত্যাগ করে, পদত্যাগ নয়!’ যুবভারতীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও বিঁধলেন শুভেন্দু, দাবি ৩০০ কোটির দুর্নীতির

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা হয়েছে, তার রেশ এবার পৌঁছে গেল সরাসরি নবান্নের শীর্ষ তলায়। বুধবার সল্টলেকের স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাকে ‘দলীয় নাটক’ বলে কটাক্ষ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
‘দেহত্যাগ না করলে পদত্যাগ করে না’ যুবভারতীর গেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ক্রীড়ামন্ত্রীর ইস্তফা যথেষ্ট সন্দেহজনক। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো নাটক।” রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি মন্তব্য করেন, “এরা (তৃণমূল নেতারা) দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না।” শুভেন্দুর দাবি, শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত।
৩০০ কোটির দুর্নীতির অভিযোগ মেসির আগমনকে কেন্দ্র করে বিশাল অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে। সাধারণ মানুষকে ঠকিয়ে নির্বাচনের খরচ তোলা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, “এই টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে।”
বাঙালি অস্মিতা ও লজ্জা বাঙালির আবেগ ও ফুটবলের ঐতিহ্যকে হাতিয়ার করে শুভেন্দু বলেন, “বাঙালি হিসেবে আজ আমি এবং গোটা বাংলা লজ্জিত। দিল্লি, মুম্বই বা হায়দ্রাবাদ যা পারে, তিলোত্তমা কলকাতা তা পারে না কেন?”
SIT-এর তদন্তকে কটাক্ষ এদিন স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিল পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। মাত্র ১৫ মিনিট জিজ্ঞাসাবাদ করে তাঁদের ফিরে যাওয়াকে প্রহসন বলে মনে করছেন বিরোধী দলনেতা। তাঁর মতে, পুরো সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে। এই তদন্তে বিচার পাওয়া সম্ভব নয় কারণ “কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে আসার ভয় রয়েছে।”
বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বরখাস্ত হওয়া বা ডিজি রাজীব কুমারের শোকজ—সরকারের এই সমস্ত পদক্ষেপকে স্রেফ ‘ট্রাম্প কার্ড’ এবং ‘আইওয়াশ’ বলে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু।