‘ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই!’ অপারেশন সিঁদুরে ভারতের হার নিয়ে মন্তব্যে অনড় পৃথ্বীরাজ, কাঁপছে সংসদ

‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন ভারতের পরাজয় এবং ভারতীয় স্থলবাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে করা নিজের মন্তব্য থেকে একচুলও সরতে নারাজ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি অন্যায় কিছু বলেননি, তাই ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজনই নেই।
ঠিক কী বলেছিলেন পৃথ্বীরাজ? পুণেতে এক অনুষ্ঠানে পৃথ্বীরাজ দাবি করেন, “অপারেশন সিঁদুরের প্রথম দিনেই আমরা সম্পূর্ণরূপে পরাজিত হই। ৭ মে আধঘণ্টার লড়াইয়ে বায়ুসেনা কার্যত বসে গিয়েছিল। গোয়ালিয়র বা সিরসা থেকে কোনও বিমান ওড়ানোর সাহস মেলেনি কারণ পাকিস্তান তা নামিয়ে দিত।” এর পাশাপাশি ১২ লক্ষ সেনার বিশাল বহর নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “অপারেশন সিঁদুরে পদাতিক বাহিনী ১ কিলোমিটারও নড়েনি। যুদ্ধ যখন আকাশপথ ও ক্ষেপণাস্ত্রের, তখন এত সেনা পোষার দরকার কী?”
বিজেপির অল-আউট আক্রমণ: পৃথ্বীরাজের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি।
শেহজাদ পুনাওয়ালা: সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, “সেনাকে অপমান করা কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।”
গিরিরাজ সিংহ: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “দেশের স্বার্থবিরোধী কথা বলা কংগ্রেসের সংস্কৃতি।”
সাংসদ ব্রিজলাল: উত্তরপ্রদেশের প্রাক্তন এই শীর্ষ পুলিশকর্তা কংগ্রেসকে ‘পাকিস্তানপন্থী’ বলে দাগিয়ে দিয়েছেন।
কংগ্রেসের কৌশলগত দূরত্ব: বিতর্কের মুখে পড়ে যদিও পৃথ্বীরাজের মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে তাঁর নিজের দলই। সাংসদ সুখদেও ভগৎ জানিয়েছেন, পৃথ্বীরাজ কোন সূত্রে এমন তথ্য পেয়েছেন তা তিনিই বলতে পারবেন, কংগ্রেস ভারতীয় সেনাকে নিয়ে গর্বিত।
অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পালটা আঘাত হানে পাক অধিকৃত কাশ্মীরে। সংঘাতের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষিত হয়। ভারতের বিমানবাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে তখন থেকেই বিতর্ক থাকলেও, পৃথ্বীরাজের এই সাম্প্রতিক মন্তব্য সেই আগুনে নতুন করে ঘি ঢালল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে পৃথ্বীরাজ চহ্বাণের এই বয়ানকে হাতিয়ার করে বিজেপি যে কংগ্রেসকে কোণঠাসা করবে, তা বলাই বাহুল্য।