টিকিট কেনা যুবকদের কেন জেল? মেসির ২৫ কোটি অগ্রিম নিয়ে বিস্ফোরক বিজেপি, ধৃতদের পাশে শুভেন্দু!

লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতী স্টেডিয়ামের নজিরবিহীন বিশৃঙ্খলা নিয়ে এবার মমতা সরকারের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামল বিজেপি। অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে সরানো এবং ডিজি রাজীব কুমারের শোকজ নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে তীব্র কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘অরূপকে অব্যাহতি আসলে নাটক’ সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য সরাসরি অভিযোগ করেন, মূল দোষীদের আড়াল করতেই ক্রীড়ামন্ত্রীকে সরানোর নাটক করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে দিল? এই প্রাতিষ্ঠানিক লুঠের নেপথ্যে গোটা তৃণমূল দল যুক্ত।” শমীকের দাবি, পুলিশের ডিজি রাজীব কুমারকে সরাসরি সরকার পরিচালনা করছে, তাই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও সন্দেহ থাকছে।
ধৃত যুবকদের পাশে শুভেন্দু বিশৃঙ্খলা ও ভাঙচুরের দায়ে যে সমস্ত দর্শকদের পুলিশ গ্রেফতার করেছে, তাঁদের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যে তরুণদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা উচ্চশিক্ষিত এবং কেউ কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তাঁরা বৈধ টিকিট কেটে খেলা দেখতে গিয়েছিলেন। অপরাধীদের না ধরে সাধারণ মানুষকে বলির পাঁঠা করা হচ্ছে।”
আইনি লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, ধৃতদের আইনি সহায়তা দিতে বিজেপি পুরোদমে প্রস্তুত। তাঁর দাবি:
বিজেপির আইনজীবীরা বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে স্থগিতাদেশ (Stay) চাইবেন।
ধৃতদের দ্রুত মুক্তির জন্য আদালতে সওয়াল করা হবে।
গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট যুবভারতীতে মেসির ম্যাচ ঘিরে অব্যবস্থার অভিযোগে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে নবান্ন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির পাশাপাশি কলকাতা পুলিশ গঠন করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এই পরিস্থিতিতে ক্রীড়াদপ্তরের রদবদল এবং নতুন করে গ্রেফতারির ঘটনা রাজ্য় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।
শাসক দলের ‘ড্যামেজ কন্ট্রোল’ বনাম বিরোধী দলের ‘আইনি চ্যালেঞ্জ’—যুবভারতী কাণ্ড এখন ময়দান ছেড়ে সরাসরি আদালতের আঙিনায়।