“বাংলায় পাত্তা পাবে না পদ্ম”- ‘SIR’-নিয়ে বড় চ্যালেঞ্জ অভিষেকের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR/সার) খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিসংখ্যানে যখন বিজেপি শিবির উল্লাস প্রকাশ করছে, তখন একে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, “এসআইআর হোক, আর এফআইআর হোক— বাংলায় বিজেপি পাত্তাই পাবে না।”

🧮 শুভেন্দুর অংক বনাম অভিষেকের চ্যালেঞ্জ

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান ছিল ৪১ লক্ষের মতো। এখন ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ায় সেই ব্যবধান মুছে গিয়েছে। শুভেন্দুর কথায়, “চূড়ান্ত তালিকা বেরোলে আরও নাম বাদ যাবে এবং বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের কোনও তফাৎ থাকবে না।”

শুভেন্দুর এই গাণিতিক যুক্তিকে গুরুত্ব না দিয়ে অভিষেক পাল্টি চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, “যদি এরপরেও আমাদের ভোটের হার বাড়ে, তবে রাজ্যের ন্যায্য প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রকে মিটিয়ে দিতে হবে। বাংলার মানুষের কাছে বিজেপিকে ক্ষমা চাইতে হবে।”

কমিশনের ‘অপরিকল্পিত’ কাজের সমালোচনা

নির্বাচন কমিশনের কাজ নিয়েও এ দিন অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি এই প্রক্রিয়ায় সন্তুষ্ট নই। অপরিকল্পিতভাবে দু’বছরের কাজ দু’মাসে শেষ করতে গিয়ে অনেক বিএলও (BLO) মারা গিয়েছেন। এটা আজ প্রকাশিত খসড়া তালিকা মাত্র, আগামী দু’মাস ধরে দাবি ও আপত্তির (Claim and Objection) প্রক্রিয়া চলবে।”

⚖️ বকেয়া টাকা ও নাগরিকত্ব নিয়ে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক

১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে সরব হয়ে অভিষেক জানান, জনতার হয়ে তাঁরা সংসদে আওয়াজ তুলবেন। এনআরসি ও সিএএ ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, “২০১৯ থেকে আজ পর্যন্ত কতজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশ করুক বিজেপি। অসমে এনআরসি থেকে যাঁরা বাদ পড়েছিলেন, তাঁরা আজ কোথায়?”

এ দিন অভিষেক বাংলাদেশে ফেরত পাঠানো সোনালি খাতুনের প্রসঙ্গও নাম না করে উল্লেখ করেন। আদালতের নির্দেশে সোনালি ও তাঁর পরিবার বর্তমানে ভারতে। সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর কালীঘাটে তাঁদের সঙ্গে দেখাও করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।