মমতা-শুভেন্দুর বুথেই ভোটার ছাঁটাই! খসড়া তালিকা প্রকাশ হতেই তোলপাড় বাংলা, কোথায় বাদ গেল কত নাম?

প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা, আর তাতেই সামনে এল এক বিস্ফোরক চিত্র। কোনো সাধারণ বুথ নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথ থেকেও বাদ পড়েছে বহু নাম। শুধু তাই নয়, কলকাতার একাধিক হেভিওয়েট কেন্দ্র থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা রীতিমতো আঁতকে ওঠার মতো।
মমতা ও শুভেন্দুর কেন্দ্রে বড় কোপ:
-
ভবানীপুর: মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রে ৪৪ হাজারেরও বেশি নাম বাদ গেছে। যে মিত্র ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোট দেন, সেই বুথ থেকেই ১২৭ জনের নাম কাটা পড়েছে।
-
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর কেন্দ্রে নাম বাদ গেছে ১০ হাজার ৫৯৯ জনের। খোদ বিরোধী দলনেতার বুথ (নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল) থেকে ১১ জনের নাম বাদ পড়েছে।
শুভেন্দুর খোঁচা ও প্রতিক্রিয়া:
নিজের বুথে নাম বাদ যাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “একটি বুথে ৮০০ থেকে ১২০০ ভোটার থাকে। সেখানে ১২৭টি নাম বাদ যাওয়া মানে ১০ শতাংশের বেশি, যা অস্বাভাবিক। তবে মৃত্যু বা বিয়ের কারণে ৮-১০ জনের নাম বাদ যাওয়াটা স্বাভাবিক।”
তালিকার শীর্ষে কলকাতা: কোথায় কত ছাঁটাই?
সবথেকে বেশি নাম বাদ যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। হেভিওয়েট বিধায়কদের কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা একনজরে:
| বিধানসভা কেন্দ্র | বিধায়কের নাম | বাদ পড়া নাম |
| চৌরঙ্গী | নয়না বন্দ্যোপাধ্যায় | ৭৪,৫৫৩ |
| জোড়াসাঁকো | বিবেক গুপ্ত | ৭২,৯০০ |
| বালিগঞ্জ | বাবুল সুপ্রিয় | ৬৫,১৭০ |
| কলকাতা বন্দর | ফিরহাদ হাকিম | ৬৩,৭৩০ |
| কসবা | জাভেদ খান | ৫৮,২২৭ |
| যাদবপুর | দেবব্রত মজুমদার | ৫৪,২৩২ |
এছাড়াও কাশীপুর-বেলগাছিয়া এবং বেহালা পূর্ব কেন্দ্র থেকেও ৫৩ হাজারেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে।
অভিযোগ জানানোর সময়সীমা:
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করলেই ভোটাররা তালিকায় নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়া স্থানীয় BLO-র কাছেও এই তালিকা মিলবে। খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তা জানানো যাবে।
আপনার বা আপনার পরিবারের কারও নাম ভুলবশত বাদ পড়ল কি না, তা এখনই যাচাই করে নিন।