আবারও ছ্যাঁকা দিচ্ছে সোনা! মধ্যবিত্তের স্বস্তি কেড়ে ফের বাড়ল দাম, আজ কততে ঠেকল ১০ গ্রাম?

সাধারণ মানুষের মুখে হাসি স্থায়ী হলো না। গতকাল সোনার দাম কিছুটা কমলেও চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই ফের উল্টো পুরাণ। একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল সোনার দাম। গত কয়েক মাস ধরেই সোনার বাজার অত্যন্ত অস্থির, মাঝে দু-একদিন দাম কমলেও বড়সড় কোনও পতনের দেখা মিলছে না। আজ ফের ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগ বাড়াল সোনা প্রেমীদের।
দেখে নিন আজ দেশের প্রধান শহরগুলিতে কত দামে বিকোচ্ছে সোনা:
কলকাতায় আজকের দর (প্রতি ১ গ্রাম): আজ তিলোত্তমায় ২২ ক্যারেট সোনার দাম ১২,৩৩০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৩,৪৫১ টাকা। উল্লেখ্য, গতকাল ২২ ক্যারেটের দাম ছিল ১২,২৭০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ছিল ১৩,৩৮৬ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
এক নজরে অন্যান্য শহরের দাম (২২ ও ২৪ ক্যারেট প্রতি ১ গ্রাম):
দিল্লি: ২২ ক্যারেট – ১২,৩৪৫ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৪৬৬ টাকা
চেন্নাই: ২২ ক্যারেট – ১২,৪০০ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৫২৮ টাকা
মুম্বই: ২২ ক্যারেট – ১২,৩৩০ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৪৫১ টাকা
বেঙ্গালুরু: ২২ ক্যারেট – ১২,৩৩০ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৪৫১ টাকা
আমেদাবাদ: ২২ ক্যারেট – ১২,৩৩৫ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৪৫৬ টাকা
কেরল: ২২ ক্যারেট – ১২,৩৩০ টাকা | ২৪ ক্যারেট – ১৩,৪৫১ টাকা
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতার জেরেই সোনার এই লাগাতার দাম বৃদ্ধি। বিয়ের মরশুমের আগে সোনার এই চড়া মেজাজ স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মধ্যবিত্তের।