আইপিএল নিলামে বাজিমাত জম্মু-কাশ্মীরের আকিব নবির, ৩০ লক্ষ টাকা থেকে ৮.৪০ কোটি টাকা দরে দিল্লি ক্যাপিটালসে সুযোগ

২৯ বছর বয়সী জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি (Auqib Nabi) প্রথমবার আইপিএলের নিলামে নেমেই বাজিমাত করলেন। তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা, যা থেকে এক লাফে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দরে তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
গত দুই মরশুমে ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই এই বিশাল দর পেলেন আকিব। বিশেষত জম্মু কাশ্মীরের জার্সিতে বল হাতে একের পর এক ম্যাচে দাপট দেখিয়েছেন তিনি।
নিলামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা
এদিন নিলামে আকিবের জন্য প্রথম দর হাঁকে রাজস্থান রয়্যালস। সঙ্গে সঙ্গেই যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। দর দ্রুত ১ কোটি পেরিয়ে যাওয়ার পর রাজস্থান দৌড় থেকে সরে গেলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) লড়াইয়ে নামে। ২ কোটি টাকা পেরোনোর পর সানরাইজার্স হায়দরাবাদও লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত, সব প্রতিদ্বন্দ্বীকে টপকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় এই তরুণ পেসারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
আকিবের ঘরোয়া রেকর্ড
আকিব একজন তরুণ ডানহাতি পেসার, যিনি নতুন বলে দারুণ স্যুইং করাতে পারেন এবং পুরনো বলেও সমান দক্ষ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ভালো পারফর্ম করেছিলেন। তবে তাঁর সেরা পারফরম্যান্স এসেছে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে, যেখানে তিনি প্রথম পাঁচ সর্বাধিক উইকেট শিকারির তালিকায় নিজের নাম লেখান। তিনি ৯ ইনিংসে মোট ২৯ উইকেট নিয়েছিলেন এবং তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। রাজস্থানের বিরুদ্ধে ২৪ রানের বিনিময়ে ৭ উইকেট তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার।
অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারের দুরন্ত ইনিংস
এদিকে, প্রাক্তন নাইট বেঙ্কটেশ আইয়ারকে এবার নিলাম থেকে দলে নিয়েছে আরসিবি। এদিন নিলামের দিনই সৈয়দ মুস্তাক আলির সুপার লিগ পর্বের ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল বেঙ্কটেশের মধ্যপ্রদেশ। ওপেন করতে নেমে বেঙ্কটেশ মাত্র ৪৩ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১৬২.৭৯ স্ট্রাইক রেটে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। যদিও রজত পাতিদার মাত্র ২০ রানে ফেরেন। মধ্যপ্রদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান তোলে। পাঞ্জাবের জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। পাঞ্জাবের হয়ে হারনুর সিং (৬৪) এবং সলিল আরোরার (৫০) ইনিংসের পর শেষ মুহূর্তে রমণদীপ সিংহের ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে পাঞ্জাব শেষমেশ আরসিবিতে যাওয়া বেঙ্কটেশের দলকে হারায়।