ভোটের আগেই কমিশনের মাস্টারস্ট্রোক! খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদের চূড়ান্ত তথ্য প্রকাশ!

ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা স্পেশাল এনরোলমেন্ট রিভিশন (SIR) পর্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় ছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই তাতে ইতি টানল নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার দুপুরে খসড়া প্রকাশের কথা থাকলেও, তার আগেই কমিশনের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।
খসড়ার আগেই বাদের তালিকা:
সাধারণত খসড়া তালিকা প্রকাশের পরই যাচাই শুরু হয়। কিন্তু এবার প্রক্রিয়া শুরুর আগেই কমিশন চূড়ান্তভাবে জানিয়ে দিল—কারা বাদ পড়ছেন। অর্থাৎ, ভোটার তালিকা থেকে বাদ পড়া সম্ভাব্য ৫৮ লক্ষেরও বেশি ভোটারের একটি চূড়ান্ত তথ্য খসড়া প্রকাশের মুহূর্তেই সামনে নিয়ে আসা হয়েছে।
কোথায় পাবেন এই তালিকা?
নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এ এই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ অনুযায়ী কতজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তার সম্পূর্ণ তথ্য এই পোর্টালে উপলব্ধ। আগ্রহী ব্যক্তিরা সরাসরি ওয়েবসাইট থেকে তালিকা ডাউনলোড করতে পারবেন।
আগে কত নাম বাদ যাওয়ার কথা ছিল?
কমিশন সূত্রে জানা গিয়েছিল, SIR-এর প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য বাদ যাওয়া ভোটারের সংখ্যা ছিল ৫৮ লক্ষ ২০ হাজারের কিছু বেশি। এর মধ্যে কারণ অনুযায়ী বিভাজন ছিল নিম্নরূপ:
মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন
নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন
অন্য জায়গায় চলে গেছেন: ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন
ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত: ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন
অন্যান্য কারণ: প্রায় ৫৭ হাজার জন
খসড়া তালিকা প্রকাশের দিনেই নাম বাদের চূড়ান্ত তথ্য প্রকাশ করায় এটি ভোটার তালিকা সংশোধনের (SIR) ক্ষেত্রে একটি স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পদক্ষেপের ফলে চূড়ান্ত তালিকা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার অবকাশ থাকছে না।