বড় খবর! ভোটার তালিকায় আপনার নাম বাদ গেল কি? ৫.৮ মিলিয়নের বেশি ভোটারের SIR তালিকা প্রকাশ, জানুন কীভাবে চেক করবেন

মাসখানেকের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল SIR-এর খসড়া ভোটার তালিকা। এই তালিকায় আপনার নাম থাকছে কি না, তা নিয়ে যে বড় সংশয় ছিল, তা দূর হবে এই খসড়া তালিকাতেই। CEO-এর (Chief Electoral Officer) প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR (Systematic Identification of Registered) প্রক্রিয়ায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে।
মঙ্গলবার সকালে নাম বাদের এই তালিকা প্রকাশিত হয়েছে। আপনার নাম তালিকা থেকে বাদ গেছে কি না, তা জানতে এখনই লগইন করুন এই সরকারি ওয়েবসাইটে: ceowestbengal.wb.gov.in/asd_sir
কীভাবে আপনার নাম যাচাই করবেন?
অনলাইন এবং অফলাইন – দুইভাবেই এই তালিকা দেখা যাবে।
অনলাইনে যাচাই: রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (WB CEO Website) ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি জানতে পারবেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে কি না। খসড়ায় কাদের নাম রইল, সেই তালিকা দেখতে ভিজিট করুন: https://ceowestbengal.wb.gov.in/
অফলাইনে যাচাই: রাজ্যের সব বিএলও-র (BLO – Booth Level Officer) কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন তাঁদের বুথে উপস্থিত থাকতে বলা হয়েছে। নিজের বুথের বিএলও-র কাছে গিয়েও নাম যাচাই করা যাবে। এছাড়া, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) কাছ থেকেও তথ্য জানা যেতে পারে।
কেন বাদ পড়ছে এত নাম?
কমিশন সূত্রে জানানো হয়েছে, মূলত তিনটি কারণে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে। এগুলি হলো:
মৃত (Dead)
স্থানান্তরিত (Shifted)
ডুপ্লিকেট (Duplicate)
তবে নাম বাদ গেলেই যে সব শেষ, এমনটা নয়। যদি আপনার সব নথি সঠিক থাকে, কিন্তু খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে ৬ নম্বর ফর্ম (Name Inclusion) পূরণ করে জমা দিতে হবে।
শুনানি ও চূড়ান্ত তালিকা
কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বাদ পড়ার অভিযোগগুলি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে ভোটারদের শুনানিতে (Hearing) ডাকা হবে।
বিশেষত, যাদের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক কম (যেমন ১৫ বছর) এমন ১১ লক্ষ ৯৫ হাজারেরও বেশি এবং যাদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না, এমন ২০ লক্ষেরও বেশি ভোটারকে শুনানির জন্য নোটিস দেওয়া হবে।
শুনানিতে ডাকা মানেই নাম বাদ পড়বে এমন নয়, তবে নথি সংক্রান্ত সমস্যা থাকলে নাম বাদ যেতে পারে।
সব প্রক্রিয়া শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।