মুর্শিদাবাদের বহরমপুরে মর্মান্তিক ঘটনা, পরিবার ও পঞ্চায়েত সদস্যের দাবি, এসআইআর-এর ভয়ে চরম পদক্ষেপ ৭৫ বছর বয়সী বৃদ্ধের

রাজ্যজুড়ে স্পেশাল সামারি রিভিশনের (Special Summary Revision – SIR) কাজ শুরু হওয়ার পর থেকেই ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা বাড়ির লোকের নাম খুঁজে না পাওয়ায় বহু মানুষ আতঙ্কে ভুগছেন। এই পরিস্থিতিতেই ভয়াবহ উদ্বেগের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন শেখ (৭৫)।

ঘটনার বিবরণ: জানা গিয়েছে, বৃদ্ধ জালাল উদ্দিন শেখ নিজের নামের পদবীতে ভুল থাকার কারণে চরম আতঙ্কে ভুগছিলেন। এই সংশয় দূর করতে তিনি বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের কাছেও গিয়েছিলেন।

কিন্তু সেই ভয় কাটাতে না পেরে শেষমেষ গত শনিবার সকালে মাঠের জমিতে কাজ করার সময় তিনি বিষ খান। এরপর বাড়িতে এসে ঘটনার কথা খুলে বললে তাঁকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার গভীর রাতে জালাল উদ্দিন শেখের মৃত্যু হয়।

পরিবারের দাবি: মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের দাবি, এসআইআর সংক্রান্ত আতঙ্ক থেকেই ওই বৃদ্ধ বিষ খেয়েছেন। রিয়াজুল শেখ বলেন, “এসআইআর নিয়ে মানুষ ভয়ে আছেন। এই কারণেই তিনি চরম পদক্ষেপ নিলেন।”

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ ভয়ে আছেন। এই আবহে মুর্শিদাবাদের এই মর্মান্তিক মৃত্যু এসআইআর সংক্রান্ত আতঙ্ককে আরও বাড়িয়ে দিল।