সামসেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর বাজারে চাঞ্চল্য, পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিল

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। এরপর উত্তেজিত জনতার হাতে তাকে ‘উত্তম-মধ্যম’ খেতে হল। সোমবার দুপুরে সামসেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর অন্তরদ্বীপা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তাঁর টোটোর মধ্যে মোবাইল ফোনটি রেখে পাশের দোকানে খাবার কিনতে গিয়েছিলেন। সেই সুযোগে অভিযুক্ত যুবক টোটোর ভেতর থেকে মোবাইল ফোনটি চুরি করে পালানোর চেষ্টা করে।

বিষয়টি নজরে আসতেই টোটোর মালিক এবং আশেপাশে উপস্থিত মানুষজন তাকে ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পরই জনতার তৎপরতায় মোবাইল ফোন সহ ওই যুবককে ধরে ফেলা হয়।

পুলিশের হস্তক্ষেপ: হাতেনাতে ধরার পর স্থানীয়রাই প্রথমে যুবককে নানা প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। এরপর জনতার ক্ষোভ গিয়ে পড়ে ওই যুবকের ওপর। উত্তেজিত জনতা তাকে ব্যাপক মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে জনরোষ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যস্ত চাঁদপুর বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকেই বলছেন, সময়মতো বিষয়টি নজরে না এলে মোবাইল ফোনটি আর পাওয়া যেত না। ব্যস্ততম এলাকায় এই ধরণের চুরির ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।