চুরিদার-কুর্তি থেকে শুরু করে আধুনিক ক্রোক টপ, মালদহ শহরের অস্থায়ী শীতবস্ত্রের বাজারে বাঙালি ব্যবসায়ীদের উদ্যোগে বিশেষ ছাড়

জাঁকিয়ে শীত পড়তেই মালদহ শহরে জমে উঠেছে এক অস্থায়ী শীতবস্ত্রের বাজার, যা এখন ফ্যাশনপ্রেমীদের হটস্পটে পরিণত হয়েছে। সাধারণত নেপালি, তিব্বতি ও পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের উদ্যোগে শীতবস্ত্রের বাজার বসতে দেখা গেলেও, এবার সেই পাহাড়ি রাজ্যগুলির পোশাকের সমাহার নিয়ে হাজির হয়েছেন বাঙালি ব্যবসায়ীরা। এখানে দরাদরি করে বিশেষ ছাড়ে সমস্ত রকম আধুনিক ডিজাইনের শীতবস্ত্র কেনার সুযোগ রয়েছে।
আকর্ষণীয় কালেকশন: এই বাজারে ছোটদের ফ্রক থেকে টপ, বড়দের চুরিদার থেকে কুর্তি— সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে শীতকালীন কাপড়ে তৈরি। পোশাকগুলি দেখতে অনেকটা গ্রীষ্মকালীন কাপড়ের মতো হলেও, তা জাঁকালো শীতে পরার জন্য উপযুক্ত।
ব্যবসায়ীরা বিভিন্ন রকম নিত্যনতুন আধুনিক ডিজাইনের শীতবস্ত্র নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছে—
থ্রি পিস
হেয়ার টপ
ক্রোক টপ
ফেন্সি টপ
ফেন্সি পঞ্চু
বাজারের ভিড় ও দাম: মালদহ শহরের বৃন্দাবনে মাঠ সংলগ্ন এলাকায় শীত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই জমজমাট বাজারটি বসেছে। এক বিক্রেতা টাইগার ঘোষ জানান, “প্রতিবছরই শীতের মরশুমে প্রায় শতাধিক ব্যবসায়ী শীতবস্ত্রের দোকান নিয়ে এই অস্থায়ী মার্কেটে আসেন। সন্ধ্যা নামলেই বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় জমে। এখানে ১০০ টাকা থেকে ৫০০০ টাকা দামের একাধিক রকম নিত্যনতুন ডিজাইনের শীতবস্ত্র রয়েছে।”
বাজার ঘুরে দেখা গেছে, সোয়েটারের মতো সনাতনী উলের পোশাকের পাশাপাশি চুরিদার, থ্রি পিস, হেয়ার টপ, এবং ক্রোক টপের মতো আধুনিক কালেকশন বিশেষভাবে জেলাবাসীকে আকর্ষণ করছে। ক্রেতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
এক ক্রেতা পুনম রায় পাল জানান, “এ বছর নিত্যনতুন এবং ভালো শীতবস্ত্রের কালেকশন রয়েছে। ছেলেমেয়েদের ব্লেজার, ওয়ান পিস সহ একাধিক রকম নিত্যনতুন শীতের পোশাক খুব কম দামে পাওয়া যায়।”