মেসিকে না পেয়ে স্টেডিয়াম লণ্ডভণ্ড, চেয়ার ছোঁড়াছুঁড়ি! এরা কি ফুটবলপ্রেমী, প্রশ্ন তুলল ফুটবল মহল

শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) লিওনেল মেসির শো ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও পরবর্তী তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপ নিল বিধাননগর পুলিশ। মেসিকে দেখতে না পেয়ে একদল সমর্থক স্টেডিয়ামের ভিতরে যেভাবে ভাঙচুর চালায়, চেয়ার ছোঁড়ে এবং জলের বোতল ওড়ায়, তাতে তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠেছে। এই কার্যকলাপ কি আদৌ ফুটবলপ্রেমের বহিঃপ্রকাশ?
আরও দু’জনকে গ্রেফতার স্টেডিয়ামে এই ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে ইতিমধ্যেই আরও দু’জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। নাগেরবাজার এলাকা থেকে গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে নামে এই দু’জনকে পাকড়াও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর এবং বিশৃঙ্খলা তৈরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং সেই সূত্র ধরেই নাগেরবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
কঠোর ধারায় মামলা রুজু ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত নাম) আটটি নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। অভিযোগগুলির মধ্যে রয়েছে:
সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া।
ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মীর উপর আক্রমণ।
কর্তব্যরত সরকারি কর্মীকে গুরুতরভাবে জখম করার চেষ্টা।
ভাঙচুর এবং গোলমাল পাকানো।
সেইসঙ্গে, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ওপর আক্রমণের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে।