মেসি কাণ্ড নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি! ‘আমরাও আনব মেসিকে’, তৃণমূল ও মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

ফুটবলের জাদুকর লিওনেল মেসির কলকাতায় আসার জল্পনা ঘিরে এবার উত্তাল হল রাজ্যের রাজনীতি। তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “বিজেপি পশ্চিমবঙ্গে সরকারে আসলে আমরাও মেসিকে আনব।”
একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “মমতার পাড়ার কমিটিকে আমরা মানি না। এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” এর মাধ্যমে তিনি কার্যত তৃণমূলের সাংগঠনিক কাঠামো এবং মুখ্যমন্ত্রীর কর্তৃত্বকে কটাক্ষ করেন।
বিরোধী দলনেতা আরও দাবি করেন, “মনে মনে সকলেই প্রস্তুত, ছাব্বিশে আসল পরিবর্তন হবে।” এই মন্তব্য করে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত দেন।
গেরুয়া পতাকা নিয়ে বিতর্ক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “গেরুয়া পতাকায় এত আপত্তি কিসের? ওটা শুধু বিজেপির নয়, এই রঙ ত্যাগের প্রতীক।” তিনি জোর দিয়ে অরূপ বিশ্বাস ও সুজিত বোসের পদত্যাগ ও গ্রেফতার দাবি করেন। একইসঙ্গে এই ইভেন্টের সকল দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার জন্য তিনি দাবি জানান।