পাক গায়ক আতিফের বাংলাদেশ ইভেন্ট বাতিল, জেনেনিন হঠাত্‍ কী ঘটল?

পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলামের (Atif Aslam) বহুল প্রতীক্ষিত ঢাকার কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (CBFEC) অনুষ্ঠিতব্য এই বড় আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা।

গত এক মাসে ঢাকায় একের পর এক আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হওয়ার তালিকায় এবার যুক্ত হলো আতিফ আসলামের নাম। আজমত আলি, অনুব জৈন, পাকিস্তানের জাল ব্যান্ড (Jal Band) থেকে শুরু করে কাবিশ—সকলেরই অনুষ্ঠান পিছিয়েছে বা বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে আতিফের কনসার্ট নিয়ে যখন প্রায় সব প্রস্তুতি শেষ, তখনই এই জটিলতা তৈরি হলো।

📢 ফেসবুক পোস্টে আতিফ আসলাম

বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে কনসার্ট বাতিলের বিষয়টি জানিয়েছেন আতিফ আসলাম। বাংলাদেশের ভক্তদের উদ্দেশে তিনি দুঃখ প্রকাশ করে লিখেছেন:

“প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। আয়োজক ও ব্যবস্থাপনা পক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকসের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেননি।”

যদিও আয়োজকেরা এর আগে জানিয়েছিলেন, অনুমতি থেকে শুরু করে প্রস্তুতির প্রায় সবটাই শেষ। তবে শেষ মুহূর্তে কেন নিরাপত্তাজনিত ছাড়পত্র মিলল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

🎤 শহীদদের পরিবারকে সহায়তার পরিকল্পনা

এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ‘মেইন স্টেজ ইনক’ এবং সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনও তারা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

জানা গিয়েছে, এই কনসার্টের আয় থেকে অর্জিত অর্থের ৪০ শতাংশ দেওয়ার কথা ছিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে। যা জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ব্যয় করার পরিকল্পনা ছিল। কনসার্ট বাতিল হওয়ায় সেই উদ্যোগ আপাতত থমকে গেল।

আতিফ আসলাম ছাড়াও এই কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ আরও বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করার কথা ছিল। বারবার কনসার্ট স্থগিত হওয়ায় বা বাতিল হওয়ায় বাংলাদেশের সংগীতপ্রেমী ভক্তরা চরম হতাশায় ডুবেছেন।