মর্মান্তিক! মাঠের কাজ সেরে ফেরার পথে রোটার-যুক্ত ট্রাক্টর উলটে চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, শোকের ছায়া গোয়ালতোড়ে

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোটার-যুক্ত একটি ট্রাক্টর উলটে যাওয়ায় তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হপন বেসরা এবং সুখচাঁদ বেসরা নামের দুই শ্রমিকের। এই অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই শ্রমিকরা জমিতে কাজ শেষ করে ভারী রোটার লাগানো ট্রাক্টরে করে গ্রামে ফিরছিলেন। ফেরার পথে খড়কাটা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টরটি।

দুর্ঘটনার কারণ ও উদ্ধারকার্য
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি রাস্তার ধার ধরে দ্রুত নামতে গিয়ে হঠাৎ উলটে যায়। মুহূর্তের মধ্যে রোটার-সহ পুরো ট্রাক্টরটি দুই শ্রমিকের উপর চাপা পড়ে। অত্যন্ত ভারী যন্ত্রের নিচে পিষ্ট হওয়ায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ পেয়ে আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগালেও রোটারের অতিরিক্ত ওজনের কারণে শ্রমিকদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর মৃতদেহ দু’টি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত দুই শ্রমিকই এলাকার পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের মৃত্যুতে পরিবারগুলি শোকে ভেঙে পড়েছে। এক প্রতিবেশী জানান, “একসঙ্গে দুই পরিবারের ভরনপোষণের ভরসা চলে গেল।”

নিরাপত্তা নিয়ে বাড়ছে প্রশ্ন
পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি অথবা চালকের অসতর্কতাই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে বলে অনুমান।

স্থানীয়দের দাবি, গ্রামীণ রাস্তায় ভারী কৃষিযানের চলাচল বাড়লেও নিরাপত্তার বিষয়টি প্রায়শই উপেক্ষিত থেকে যায়। এক স্থানীয় বাসিন্দা বলেন, রোটার-যুক্ত ট্রাক্টর অত্যন্ত ভারী হওয়ায় সামান্য ভুলই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।