SSC-তে ১০ নম্বর বিতর্ক! নবম-দশমের অভিজ্ঞতা একাদশ-দ্বাদশে কেন? প্রশ্ন হাইকোর্টের

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ধার্য অতিরিক্ত ১০ নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই অতিরিক্ত নম্বর দেওয়ার যৌক্তিকতা নিয়ে কমিশনের সিদ্ধান্তের ওপর প্রশ্ন তোলেন।

১০ নম্বর নিয়ে হাইকোর্টের মূল প্রশ্ন
নবম-দশম শ্রেণির শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীকে কেন অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে, সেই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে।

বিচারপতির মন্তব্য: বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছেন, “নবম-দশমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে, তার জন্য একাদশ-দ্বাদশের পরীক্ষায় কোনো প্রার্থী ১০ নম্বর পাবে কেন?”

ফ্রেশারদের দাবি: মামলাকারী নতুন প্রার্থী বা ‘ফ্রেশার’-দের পক্ষের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, এই ১০ নম্বর বাদ দিয়ে ৯০ নম্বরের ভিত্তিতে পুরো প্রার্থী বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। অন্যথায়, নতুন প্রার্থীরা বা ফ্রেশাররা কখনোই চাকরি পাবেন না।

দাগি প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আদালত এসএসসি-কে দাগি প্রার্থীর তালিকা প্রকাশের জন্য কঠোর নির্দেশ দিয়েছে।

আদালত মোট ৭,২৯৩ দাগি প্রার্থীর তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেও, এসএসসি এখনও পর্যন্ত মাত্র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে।

বিচারপতি বাকি দাগি প্রার্থীদের তথ্য সহ পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।

একই তথ্যের জন্য বারবার আদালতকে কেন নির্দেশ দিতে হচ্ছে, সেই বিষয়েও বিচারপতি এসএসসি-র ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।