CEO দফতরের সামনে ধুন্ধুমার! শুভেন্দুকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান, পাল্টা বিক্ষোভকারীদের ‘চোর চোর’ কটাক্ষ বিরোধী দলনেতার!

কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়াল। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর অভিযোগ জানাতে সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে দেখামাত্রই তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কালো পতাকা
অভিযোগ জানিয়ে CEO দফতর থেকে বেরনোর সময় শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের তীব্র স্লোগানের পাল্টা জবাব দেন বিরোধী দলনেতাও। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘চোর চোর’ বলে কটাক্ষ করেন। এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে তৃণমূলপন্থী BLO-দের দফায় দফায় ধস্তাধস্তি হয়। SIR (Special Integrated Revision) প্রক্রিয়ার আবহে এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ যোগ করল।
দিল্লিতেও SIR-এর আঁচ
অন্যদিকে, দিল্লিতে শীতকালীন অধিবেশনের প্রথম দিনেও SIR (State-specific issues/Report) বিতর্ক নিয়ে উত্তাপ জারি ছিল। এই ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীরা অনড় থাকায় গোটা দিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের বিক্ষোভকে খোঁচা দিয়ে বলেন, “নাটক করার অনেক জায়গা আছে, যাঁরা করতে চান, করতে পারেন।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা জবাব দেন বিরোধী সাংসদরা।