রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভুর বিয়ে, কে এই বঙ্গকন্যা শ্যামলী দে, যাঁর সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে জল্পনা সামান্থাকে ঘিরে?

খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি একেবারেই ব্যক্তিগত পরিসরে নিজেদের দ্বিতীয় বিয়ে সেরেছেন। দু’জনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, এই মুহূর্তে আরও একটি নাম ট্রেন্ডিং— তিনি হলেন রাজের প্রথম স্ত্রী, বঙ্গকন্যা শ্যামলী দে।
২০১৫ সালে সম্পূর্ণ বাঙালি মতে, শাঁখা-পলা পরে এই শ্যামলীকেই ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। তাঁদের একটি মেয়েও আছে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হলেও, বিচ্ছেদের নেপথ্যে অভিনেত্রী সামান্থার নাম জড়িয়ে থাকার গুঞ্জন ওঠে। রাজ-সামান্থাকে নিয়ে শ্যামলীর লাগাতার পোস্ট এবং ইঙ্গিতবাহী বার্তা সেই গুঞ্জনে আরও ঘি ঢালে।
কে এই শ্যামলী দে?
শ্যামলী দে কেবল একজন স্ত্রী হিসেবে নন, নিজের কর্মক্ষেত্রেও সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। যদিও এর পরে তিনি পা রাখেন ছবির দুনিয়ায়। তিনি মূলত চিত্রনাট্যকার ও সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।
বলিউডের কিংবদন্তী পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের মতো পরিচালকদের সহযোগী হিসেবেও তিনি কাজ করেছেন। তাঁর কাজের তালিকায় রয়েছে সফল ছবি ‘রঙ দে বাসন্তী’ এবং ‘ওমকারা’-র মতো সিনেমা। এমনকি, একটি বাংলা ছবি ‘এক নদীর গল্প’-তেও তিনি যুক্ত ছিলেন।
২০১৫ সালে তাঁদের বাঙালি মতে শুরু হওয়া সেই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। সামান্থার সঙ্গে নতুন সম্পর্কে মজলেন পরিচালক রাজ নিদিমোরু। তবে রাজের দ্বিতীয় বিয়ের পর সামান্থার সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণ হিসেবে শ্যামলী দে-র নাম আবারও শিরোনামে উঠে আসায় স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ছে।