যাদবপুর সমাবর্তনে নতুন অনিশ্চয়তা! BCCI-এর অনুমতি না পাওয়ায় ‘ডি লিট’ নিতে আসছেন না হরমনপ্রীত কউর!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠান, যা আগামী ২৪ ডিসেম্বর নির্ধারিত, তা ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবচেয়ে বড় খবর হলো, ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর উপস্থিত থাকতে পারবেন না বলে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন।
ডি লিট সম্মান: ক্রিকেট বিশ্বকাপজয়ী দলকে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে হরমনপ্রীতকে সাম্মানিক ডি লিট (D.Litt.) সম্মানে ভূষিত করার প্রস্তাব পাস করেছিল বিশ্ববিদ্যালয়, এবং আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোসও এতে সম্মতি দিয়েছিলেন।
অনুপস্থিতির কারণ: উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, হরমনপ্রীত আগ্রহী থাকলেও বিসিসিআই (BCCI) থেকে অনুমতি না পাওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
এই পরিস্থিতিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি অনলাইন এগ্জ়িকিউটিভ কাউন্সিল (EC) বৈঠক ডেকেছেন।
প্রধান অতিথির পরিবর্তন:
হরমনপ্রীতের অনুপস্থিতির পাশাপাশি প্রধান অতিথির পদেও পরিবর্তন আসতে চলেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দেশে না থাকায় সমাবর্তনে যোগ দিতে পারবেন না।
নতুন প্রস্তাব: ফলে অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন অতিথি তালিকা চূড়ান্ত করা জরুরি হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর (AICTE) চেয়ারম্যান টিজি সীতারামের নাম প্রধান অতিথি হিসেবে প্রস্তাবিত হতে পারে।
আগের এবং নতুন তালিকা:
গত নভেম্বরে প্রস্তুত করা মূল তালিকায় প্রধান অতিথি হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথের নাম ছিল। বিশেষ অতিথির প্যানেলে ছিলেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণরামন এবং আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী।
নতুন পরিস্থিতিতে সোমবারের ইসি বৈঠকেই সমাবর্তনের চূড়ান্ত অতিথি তালিকা নির্ধারিত হবে।