“কামড়ানোর লোক তো ভেতরেই আছে,”- সংসদে কুকুর নিয়ে এসে বললেন কংগ্রেস সাংসদ

সোমবার শীতকালীন অধিবেশনের সূচনায় যেখানে দেশের গুরুত্বপূর্ণ নীতি ও বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা, সেখানেই আলোচনার কেন্দ্রে চলে এলেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী। তিনি তাঁর পোষ্য কুকুরটিকে নিয়ে সংসদ চত্বরে প্রবেশ করেন। যদিও পোষ্যটি ছিল গাড়ির ভেতরে, তবু এই ঘটনা সকলের নজর কাড়ে এবং বিতর্ক সৃষ্টি করে।
রেণুকা চৌধুরীর বিতর্কিত জবাব
কেন তিনি কুকুর নিয়ে সংসদে এলেন—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রেণুকা চৌধুরী সরাসরি আক্রমণাত্মক হন। তিনি প্রথমে বলেন যে তাঁর পোষ্যটি আকারে ছোট এবং নিরীহ। এরপরই তিনি বিস্ফোরক মন্তব্য করেন:
“সরকার হয়তো সংসদের ভিতরে কোনও প্রাণীই পছন্দ করে না, কিন্তু সমস্যা কী? এটা এতই ক্ষুদ্র প্রাণী যে কাউকে কামড়াবে না।” “কামড়ানোর বিষয়ে যদি কেউ চিন্তা করে, তবে সেটা কুকুর নয়, সংসদের কিছু লোক। যারা কামড়াতে পারে তাঁরা সংসদের ভেতরেই আছে।”
কুকুর নিয়ে সংসদে প্রবেশকে নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে কিনা—এই প্রশ্নকেও উড়িয়ে দেন রেণুকা চৌধুরী। তিনি বলেন, “আমরা কোন নিরাপত্তা উদ্বেগের কথা বলছি? কুকুরকেও ঢোকার অনুমতি দিন, আমরা আর কী বলতে পারি?”
বিজেপি’র তীব্র নিন্দা
কংগ্রেস সাংসদের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে বিজেপি। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল চৌধুরীর এই কাজকে সাংসদদের দেওয়া বিশেষ সুযোগ-সুবিধার অপব্যবহার বলে উল্লেখ করেছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। বিজেপি সাংসদের কথায়, “বিশেষ সুযোগ-সুবিধা কাউকে নিয়ম লঙ্ঘন করতে বা সংসদে পোষা প্রাণী আনার অনুমতি করে না। এর জবাবদিহি চাওয়া উচিত।”
সংসদের শীতকালীন অধিবেশন
সোমবারই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ১৯ দিন ধরে মোট ১৫টি অধিবেশনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। অধিবেশনের প্রধান অ্যাজেন্ডায় রয়েছে ইউজিসি, কর্পোরেট আইন (সংশোধন) বিল, বিমা আইন (সংশোধন) বিল, পারমাণবিক শক্তি বিল ২০২৫ সহ মোট ১৩টি নতুন বিল পেশ করা।