কুলদীপের স্পিনভেল্কিতে কুপোকাত প্রোটিয়ারা! শেন ওয়ার্নের দুই দশকের পুরনো রেকর্ড ভেঙে একক শীর্ষে ভারতীয় চায়নাম্যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম ওয়ান ডে ম্যাচে বল হাতে ভারতের সফলতম বোলার কুলদীপ যাদব এক ঐতিহাসিক রেকর্ড গড়লেন। নিজের ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে তিনি কিংবদন্তি শেন ওয়ার্নের দুই দশকেরও অধিক পুরনো নজির ভেঙে ফেললেন।

রেকর্ড গড়ার পথে কুলদীপ

কুলদীপ যাদব প্রথম ধাক্কা দেন সেট টনি ডি জর্জ়িকে (৩৯ রানে)। এরপরই তিনি ভয়ঙ্কর হয়ে ওঠা ম্যাথিউ ব্রেটস্কি এবং মার্কো জানসেনের ষষ্ঠ উইকেটে গড়া ৯৭ রানের পার্টনারশিপ ভাঙেন। অর্ধশতরান পূরণ করা এই দুই ব্যাটারকেই মাত্র তিন বলের ব্যবধানে সাজঘরে ফিরিয়ে দেন কুলদীপ। শেষদিকে আগ্রাসী ইনিংস খেলা প্রেনেলান সুব্রায়নকে (১৭ রান, শতাধিক স্ট্রাইক রেটে) ফিরিয়ে নিজের চার উইকেট পূর্ণ করেন তিনি।

প্রোটিয়াদের বিরুদ্ধে স্পিনারের সেরা

রবিবার রাঁচিতে এই পারফরম্যান্সের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডেতে এই নিয়ে চতুর্থবার ইনিংসে চার উইকেট নিলেন কুলদীপ। এর আগে ২০১৮ সালে প্রোটিয়াভূমে দুইবার এবং ২০২২ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি একই কৃতিত্ব দেখিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এতবার ওয়ান ডেতে চার উইকেট নেওয়ার কৃতিত্ব আর কোনও স্পিনারের নেই। অতীতে তিনি শেন ওয়ার্ন এবং তাঁর একসময়ের জুড়িদার যুজবেন্দ্র চাহালের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে ছিলেন। কিন্তু কুলদীপ এখন এই দুই স্পিনারকে পিছনে ফেলে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নিলেন।

বিদেশের বোলারদের মধ্যে: কেবল ব্রেট লি এবং ওয়াকার ইউনিসই কুলদীপের থেকে অধিক, পাঁচবার করে প্রোটিয়াদের বিরুদ্ধে ইনিংসে চার উইকেট নিয়েছেন।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চের তালিকায়

সবমিলিয়ে কুলদীপের এটি দশম ইনিংসে চার উইকেট নেওয়ার নজির। ভারতীয় স্পিনারদের মধ্যে তিনি কিংবদন্তি অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চের আসনে বসলেন। কেবল ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (১৬) এবং অজিত আগরকর (১২) ওয়ান ডেতে কুলদীপের থেকে বেশিবার ইনিংসে চার উইকেট নিয়েছেন।

ভারতীয় সমর্থকরা অবশ্যই চাইবেন, রায়পুর এবং বিশাখাপত্তনমে আসন্ন বুধ ও শনিবারের পরের দুই ওয়ান ডেতেও কুলদীপ যেন নিজের স্পিনভেল্কি অব্যাহত রাখতে পারেন।