গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা রুথ প্রভু, কোথায় বসেছিল আসর?

দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে শোনা যাচ্ছে। সোমবার সকালেই তিনি জনপ্রিয় নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। কোয়েম্বাটুরে সদ্‌গুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের অন্দরে থাকা লিঙ্গ ভৈরবী মন্দিরে এই বিয়ের আসর বসেছিল।

ব্যক্তিগত পরিসরে বিয়ে, মাত্র ৩০ জন অতিথি

সূত্রের খবর অনুযায়ী, সামান্থা ও রাজ একেবারেই ব্যক্তিগত পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

অতিথি সংখ্যা: অনুষ্ঠানে মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।

স্থান: বিয়ের আসর বসেছিল ঈশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে, যা আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

পোশাক: জানা গেছে, সামান্থা ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখে বিয়ের দিন লাল শাড়ি পরেছিলেন।

রাজের প্রাক্তন স্ত্রীর রহস্যময় পোস্ট

রবিবার রাত থেকেই সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়, যখন রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘Desperate people do desperate things’ অর্থাৎ ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা শ্যামলীর এই পোস্টকে সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে জুড়ে দেন।

প্রেমের শুরু কাজ থেকে

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তাঁরা একাধিকবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন এবং সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়াতেও রাজকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন।

পেশাগত সম্পর্ক: এই জুটির সম্পর্কের সূত্রপাত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ থেকে, যেখানে রাজ নিদিমোরু ছিলেন নির্মাতাদের একজন এবং সামান্থা অভিনয় করেছিলেন। এরপর তাঁরা ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও একসঙ্গে কাজ করেন।

অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার: যদিও তাঁরা কেউই প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেননি, তবে সাম্প্রতিক রিপোর্টের দাবি, তাঁরা শীঘ্রই হয়তো আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ের ঘোষণা করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিয়ে হয়েছিল। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভোগার পর অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন এই জনপ্রিয় অভিনেত্রী। খবর ছড়াতেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।