স্যামসাংকেও ছাড়িয়ে যাবে অ্যাপল? ক্রমশ বাড়ছে বিক্রি ও আধিপত্য

স্মার্টফোন বাজারে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের এই খবরটি নয়, বরং একটি নতুন রিপোর্টে প্রযুক্তিবিশ্ব তোলপাড়।
দীর্ঘ ১৪ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাংকে টপকে এ বছর বিশ্বের সেরা ফোন নির্মাতা হিসেবে প্রথম স্থানে উঠে আসতে পারে আইফোন নির্মাতা মার্কিন কোম্পানি অ্যাপল (Apple)। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ এই পূর্বাভাস দিয়েছে।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি ও ব্লুমবার্গের প্রতিবেদনেও বলা হয়েছে, অ্যাপলকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করছে কোম্পানিটির আইফোন ১৭ সিরিজের বাম্পার বিক্রি।
আইফোন ১৭-এর জাদুতে উল্টে গেল হিসেব
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, ফোন সরবরাহের সংখ্যা দিয়ে এবারই প্রথম স্যামসাংকে ছাড়িয়ে যাবে অ্যাপল।
-
বাজার দখল: এ বছর অ্যাপল প্রায় ২ কোটি ৪৩ লাখ ফোন বাজারে সরবরাহ করবে। অন্যদিকে স্যামসাং সরবরাহ করবে প্রায় ২ কোটি ৩৫ লাখ।
-
শতাংশ: এতে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারের প্রায় ১৯.৪ শতাংশ দখল করবে অ্যাপল। এটি স্যামসাংয়ের তুলনায় এক শতাংশেরও কম এগিয়ে থাকার ঘটনা।
কেন এত সাফল্য iPhone 17-এর?
কাউন্টারপয়েন্ট-এর রিপোর্ট অনুযায়ী, নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে আসার পর প্রথম চার সপ্তাহে এর বিক্রি আইফোন ১৬ সিরিজের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে।
এই অবিশ্বাস্য সাফল্যের পিছনে প্রধান কারণগুলি হলো:
-
দামের প্রভাব: মার্কিন শুল্ক নিয়ে শুরুতে যতটা সমস্যা হবে বলে ধারণা ছিল, বাস্তবে ততটা প্রভাব পড়েনি। ফলে আইফোনের দাম খুব বেশি বাড়েনি। এই সাশ্রয়ী দামই বিক্রি বাড়াতে সাহায্য করেছে।
-
চ্যালেঞ্জ উপেক্ষা: প্রযুক্তি সাইট ভার্জ জানাচ্ছে, আইফোন এয়ার নিয়ে গ্রাহকদের ম্লান সাড়া বা এআই প্রযুক্তিতে অ্যাপলের অগ্রগতি নিয়ে প্রশ্ন— কোনো কিছুই আইফোন ১৭ সিরিজের সামগ্রিক সাফল্যে তেমন কোনো বাধা তৈরি করতে পারেনি।
অ্যাপল এখন থেকেই আগামী দিনের পরিকল্পনা করছে। আগামী বছরের বসন্তে আরও সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ বাজারে আনতে পারে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি। পাশাপাশি ভবিষ্যতে নিজেদের প্রথম ফোল্ডএবল আইফোনও বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।