AI-এর বলি মাধ্যমিক পরীক্ষার্থী! নগ্ন ছবি ভাইরাল হওয়ার অপমানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, সোনারপুরে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মর্মান্তিক ঘটনা। নিজের লজ্জা ও সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে নিহত তরুণীর ছবি নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল, যার অপমানে এই কিশোরী আত্মঘাতী হয়েছে।

সোনারপুর থানার তদন্ত শুরু

সোনারপুরে মামার বাড়ি থেকে এই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে অভিযোগ, ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অপমানে সে মানসিক অবসাদে ভুগছিল। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, তবে সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

নিশানায় আসিফ খান নামে বিবাহিত যুবক

নিহতের মা অভিযোগ করেছেন, এলাকার আসিফ খান নামে এক যুবক নিয়মিত তাঁর মেয়েকে উত্যক্ত করত। ওই যুবক ছাত্রীর কিছু ছবি সংগ্রহ করে এবং মূলত AI প্রযুক্তির সাহায্যে সেগুলি নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরিবার আরও জানিয়েছে, আসিফ খান বিবাহিত এবং তার একজন প্রেমিকাও রয়েছে। অভিযোগ উঠেছে, আসিফ খানের ওই প্রেমিকাও এই ছবি ভাইরাল করার ষড়যন্ত্রে যুক্ত ছিল। এছাড়া আসিফ খানের মা এবং পরিবারের কয়েকজন সদস্যও ওই মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।

মানসিক অবসাদে ভোগা মেয়েটি স্কুল থেকে ফিরে সন্ধের দিকে বাড়িতে একা ছিল। সেই সময় সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মাসি বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।