‘ডক্টর টেরর মডিউল’-কে কারা সাহায্য করত? জম্মু-কাশ্মীর, ইউপি ও হরিয়ানার ৫টি শহরে NIA-এর হানা

দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Blast News) ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) লাগাতার তদন্ত জারি রেখেছে। এবার তদন্তকারী আধিকারিকরা এই নাশকতার পিছনে থাকা স্থানীয় মদতকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
৫টি শহরে NIA-এর তল্লাশি:
ইতিমধ্যেই এনআইএ জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা জুড়ে মোট পাঁচটি শহরে তল্লাশি অভিযান চালাচ্ছে। শহরগুলি হলো:
লখনউ (Lucknow)
কানপুর (Kanpur)
ফরিদাবাদ (Faridabad)
সহারনপুর (Saharanpur)
জম্মু-কাশ্মীর
সূত্রের খবর, এই পাঁচটি জায়গাকেই জঙ্গি মডিউলের ‘বেস’ বা প্রধান ঘাঁটি বলে সন্দেহ করা হচ্ছে।
পুনর্নিমাণের জন্য চিকিৎসক শাহীনকে ফরিদাবাদে:
জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত চিকিৎসক শাহীন সইদকে (Shaheen Syed) ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ে (Al Falah University) নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের ঘটনার পুনর্নিমাণের জন্য তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং জেরা করা হয়। সূত্রের খবর, এরপর তাঁকে লখনউ এবং কানপুরেও নিয়ে যাওয়া হতে পারে।
এনআইএ এখন জানার চেষ্টা করছে, ‘ডক্টর টেরর মডিউল’-কে কারা স্থানীয়ভাবে মদত দিতেন? নাশকতার জন্য সমস্ত রকমের সাহায্য, আর্থিক সহায়তা এবং ব্যবস্থা কোথা থেকে আসত? সেই সমস্ত স্থানীয় ব্যক্তিদের চিহ্নিত করাই এখন তদন্তকারী সংস্থার প্রধান লক্ষ্য।