OMG! বিয়ের অনুষ্ঠানে চিপসের জন্য হুড়োহুড়ি, জখম আমন্ত্রিত অতিথিরা

উত্তরপ্রদেশের হামিরপুর জেলার রথ শহরে একটি গণবিবাহের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিয়ের ভোজের স্ন্যাকস খাওয়ার হুড়োহুড়িতে আহত হয়েছেন একদল আমন্ত্রিত।

গত মঙ্গলবার রথ শহরের একটি কলেজে ‘মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্প’-এর অধীনে ৩৮৩টি দুঃস্থ যুগলের বিয়ের আসর বসেছিল। বিয়ে শেষ হতেই আমন্ত্রিতদের মধ্যে স্ন্যাকস পরিবেশন শুরু হয়। খাবার দেওয়া হচ্ছে দেখেই চিপসের প্যাকেট নিতে আমন্ত্রিতদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে বিশৃঙ্খলার চিত্র:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে (যদিও সেগুলির সত্যতা যাচাই করা হয়নি) দেখা যায়, ভিড়ের মধ্যে অনেকে হাত বাড়িয়ে যতগুলি সম্ভব চিপসের প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এমনকী অন্যের হাত থেকেও কেড়ে নিচ্ছেন। আবার কেউ কেউ অপেক্ষাও না করে সরাসরি কার্টন ভেঙে চিপসের প্যাকেট বের করে নিচ্ছেন। এই চরম হুড়োহুড়ির ফলে বেশ কয়েকজন আমন্ত্রিত আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সরকারি আধিকারিকদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন:

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এত বড় জমায়েত হওয়া সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে কোনও সরকারি আধিকারিকের দেখা মেলেনি।

যোগীর রাজ্যে ভোজের অনুষ্ঠানে বিশৃঙ্খলা এই প্রথম নয়। দিন কয়েক আগে বুলন্দশহরে একটি বিয়েবাড়িতে রুটি তৈরি করার সময় তার উপরে থুতু ফেলার অভিযোগে দানিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে এলো চিপসের প্যাকেট নিয়ে এই তুলকালাম কাণ্ড।