লোচন দাস সেতুর উপর মর্মান্তিক দুর্ঘটনা! কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহী বাবার, গুরুতর জখম ছেলে

শুক্রবার সকালে মঙ্গলকোটের লোচন দাস সেতুর উপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক বাবার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বাইকের অন্য আরোহী ছেলে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাইক চালকের নাম সুনীল কুমার মণ্ডল (৬৯)। তিনি বীরভূমের নানুর থানার কাকুনিয়া গ্রামের বাসিন্দা। ছেলে বিষ্ণু মণ্ডলকে নিয়ে তিনি নতুনহাটে বাজার করতে এসেছিলেন। বাজার শেষে বাইকে করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
লোচন দাস সেতুর উপর দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে সুনীল কুমার মণ্ডল কন্টেনারের পিছনের চাকার নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম ছেলে বিষ্ণু মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
মঙ্গলকোট থানার পুলিশ ঘাতক কন্টেনারটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কন্টেনার চালক পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।