হেমা মালিনীর নিরবতা ভাঙার পরদিনই প্রার্থনা সভা! কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কারা কারা?

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর প্রথমবার জনসমক্ষে এলেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। গত ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে দেওল পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। স্বামীর মৃত্যুর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রথমবার নীরবতা ভেঙেছিলেন হেমা মালিনী। ওইদিনই বিকেলে মুম্বইয়ের একটি হোটেলে ধর্মেন্দ্রর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে বর্ষীয়ান অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা।
কারা ছিলেন উপস্থিত:
প্রার্থনা সভায় আগত অতিথিদের হাত জোড় করে অভ্যর্থনা জানান পরিবারের বড় ছেলে সানি দেওল। সঙ্গে ছিলেন ববি দেওল, করণ দেওল এবং অভয় দেওল।
উপস্থিত ছিলেন শাহরুখ খানের পরিবার (গৌরী খান), রেখা, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, মালাইকা অরোরা, আরবাজ খানের ছেলে আরহান খান, সীমা খান, জ্যাকি শ্রফ, সুনীল শেঠী, শরমন জোশি-সহ আরও অনেকে।
এছাড়াও আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সনু সুদ, আনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান, অনিল শর্মা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, পূজা হেগড়ে প্রমুখ তারকারাও শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন।
আবেগতাড়িত সানি-ববি:
প্রয়াত ধর্মেন্দ্রর পরিবার আয়োজিত এই স্মরণসভায় বলিউড সদস্যরা কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বাবার প্রার্থনা সভায় সানি ও ববিকে একসঙ্গে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে। বড় ছেলে সানি দেওলকে ভেজা চোখে হাত জোড় করে ‘নমস্কার’ ভঙ্গিতে অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যায়। পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে ছিলেন ববি দেওল। ছবিতে দুই ভাইকেই বেশ আবেগতাড়িত মনে হচ্ছিল।