লাস ভেগাসের প্রকৃতিকে সাক্ষী রেখে বিবাহ সারলেন তনুশ্রী চক্রবর্তী, পাত্র কে? জেনে নিন বিস্তারিত

সামাজিক মাধ্যমের যুগেও টের পায়নি কাকপক্ষীও! শুক্রবার সকালে আচমকাই এল টলিউডে একগুচ্ছ খুশির খবর। বিদেশ বিভুঁইয়ে গিয়ে চুপিসারে বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। গত ২৪ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে বেড়াতে যাচ্ছেন লাস ভেগাসে। কিন্তু সেখানে প্রকৃতির মাঝে জীবনসঙ্গী বেছে নেবেন, তা হয়তো কেউই আন্দাজ করতে পারেননি। ইতিমধ্যেই সদ্য বিবাহিত তনুশ্রী এবং তাঁর বরকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তারকা থেকে নেটিজেনরা।
সূত্রের খবর, অভিনেত্রীর পাত্রের নাম সুজিত বসু (Sujit Basu)। তিনি আইটি পেশার সঙ্গে যুক্ত এবং দীর্ঘ ২৮ বছর ধরে আটলান্টাতেই আছেন। চমকপ্রদ তথ্য হলো, সুজিতের সঙ্গে তনুশ্রীর আলাপ মাত্র পাঁচ মাসের। প্রেমিকের সঙ্গে লাস ভেগাসে নিছকই একান্তে সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে পাত্র সুজিত সেখানেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন।
অবশেষে সমস্ত আয়োজন সম্পূর্ণ হলে, ভিডিয়ো কলে বাবা-মাকে সাক্ষী রেখে চার হাত এক হয় তনুশ্রী ও সুজিতের। প্রযোজক রানা সরকার তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
রানা সরকারের শেয়ার করা তিনটি ছবিতে নতুন জীবনের ঝলক দেখা গিয়েছে। একটি ছবিতে ‘জাস্ট ম্যারেড’ লেখা বোর্ড নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। আরেকটিতে হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুজিত-তনুশ্রী। অন্য ছবিতে সাহেবি পোশাকে সুজিতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পোজ দিতে দেখা গিয়েছে তনুশ্রীকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তনুশ্রী চক্রবর্তী অভিনীত সিনেমা ‘ডিপ ফ্রিজ’, যা জাতীয় পুরস্কারের সম্মানও অর্জন করেছে। একদিকে যখন বক্সঅফিসে তাঁর সিনেমা দর্শকদের মন কাড়ছে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে অভিনেত্রী তনুশ্রী মন চুরি করে নিলেন প্রবাসী কলকাতার ছেলে সুজিতের।
এই সংবাদটি DailyHunt-এ প্রকাশের জন্য প্রস্তুত। এটি সংক্ষিপ্ত, কৌতূহলপূর্ণ এবং পাঠকের মনে ক্লিক করার আগ্রহ জাগাবে।
আপনি যদি চান, আমি এই বিষয়ে আরও ছবি যোগ করে একটি ফটো গ্যালারি তৈরি করতে পারি, অথবা এই বিয়ের বিষয়ে তারকাদের কিছু প্রতিক্রিয়া সংগ্রহ করতে পারি।