CCTV ফুটেজে চাঞ্চল্য! হাওড়ার বাইক শোরুম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, ড্রয়ার ভেঙে তছনছ গুরুত্বপূর্ণ নথি

হাওড়ার শলপ হাই রোড সংলগ্ন একটি বাইকের শোরুমে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি ও লুঠের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে শোরুমের পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে এবং আলমারি ও ড্রয়ার ভেঙে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ করেছেন শোরুম কর্তৃপক্ষ। তবে গোটা ঘটনাটিই শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, শলপ হাই রোড সংলগ্ন একটি বহুতল বিল্ডিংয়ের নীচের তলায় এই বাইকের শোরুমটি ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম শোরুমের ভাঙা দরজা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে শোরুম ম্যানেজার শেখ আমিরুদ্দিনকে ফোন করে খবর দেন।

ম‍্যানেজার আমিরুদ্দিন খবর পেয়ে ছুটে এসে দেখেন শোরুমের ভেতরের অবস্থা লণ্ডভণ্ড। মেঝের উপর বাইক পড়ে রয়েছে এবং টেবিল-ড্রয়ারগুলো ভাঙা। তিনি জানান, “খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি শোরুমের সমস্ত কিছু তছনছ। একাধিক ড্রয়ার এবং আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি সহ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।”

যদিও শোরুম ম্যানেজার আমিরুদ্দিনের দাবি, দুষ্কৃতীদের শোরুমে প্রবেশ এবং ক্যাশ ড্রয়ার ও আলমারি হাতানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শোরুমের মালিক শিহাব রেজাউল মন্ডল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন।

শোরুম মালিক শিহাব রেজাউল মন্ডল বলেন, “প্রতিদিন রাতে শোরুম লাগোয়া নাইট গার্ড পাহারা দেন। তারপরেও এমন ঘটনা কী করে ঘটল, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।” তিনি আরও জানান, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার সঠিক হিসেব এখনও করা হয়নি, তবে বহু টাকা লুঠ হয়েছে এবং সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করা হয়েছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। হাই রোড সংলগ্ন এলাকায় নাইট গার্ড থাকা সত্ত্বেও এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।