হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নোটস ফিচার, জেনেনিন এর ব্যবহার

বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করে চলেছে। এবার মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি তাদের এক দশক পুরোনো একটি ফিচারকে আধুনিক রূপে ফিরিয়ে আনছে— যার নাম ‘অ্যাবাউট’ (About)।
এক দশক আগে এই ফিচারটি থাকলেও, এবার এটি আরও উন্নত নিরাপত্তা ও সহজ ব্যবহারের সুবিধা নিয়ে চালু হচ্ছে। এটি ব্যবহারকারীদের সহজেই নিজেদের মতামত, ব্যস্ততা বা অনুভূতি ছোট টেক্সট আকারে প্রকাশের সুযোগ দেবে।
ইনস্টাগ্রাম নোটসের মতোই কাজ করবে ‘অ্যাবাউট’
নতুন এই ‘অ্যাবাউট’ ফিচারটি অনেকটাই ইনস্টাগ্রামের ‘নোটস’ ফিচারের মতো কাজ করবে।
-
স্বল্পমেয়াদি স্ট্যাটাস: ব্যবহারকারীরা এতে ছোট টেক্সট আপডেট দিতে পারবেন, যা শুধুমাত্র কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই দেখতে পাবেন।
-
২৪ ঘণ্টার মেয়াদ: নতুন ‘অ্যাবাউট’ স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে টাইমার সেট করে নিজের সুবিধামতো মেয়াদও নির্ধারণ করতে পারবেন।
-
ব্যবহারের সুবিধা: যারা ব্যস্ততার কারণে অনেক সময় মেসেজ দেখার সুযোগ পান না, তারা ‘অ্যাবাউট’-এ লিখে রাখতে পারবেন যে তিনি ব্যস্ত আছেন। চাইলে এখানেই অনুভূতি, চিন্তা বা ছোট বার্তাও শেয়ার করা যাবে।
প্রাইভেসি নিয়ন্ত্রণ আপনার হাতে
হোয়াটসঅ্যাপ এবার এই ফিচারটিকে আরও বেশি দৃশ্যমান ও ব্যবহারে সুবিধাজনক করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যবহারকারী এতে প্রাইভেসি নিয়ন্ত্রণের সুযোগ পাবেন। অর্থাৎ, কারা কারা আপনার অ্যাবাউট স্ট্যাটাস দেখতে পারবেন, তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন।
যেভাবে অ্যাবাউটে আপডেট লিখবেন:
এই নতুন ফিচারটি ব্যবহার করা খুবই সহজ:
১. প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। ২. এরপর নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সেখানে ‘অ্যাবাউট’ সেকশন খুলে যাবে। ৩. আপনি যা জানাতে চান, সেই লেখাটি সেখানে টাইপ করুন। ৪. এরপর ঠিক করুন— কে কে আপনার অ্যাবাউট দেখতে পারবে। সেখানে All Contact, Select Contact, Hide Specific Contact— এই তিনটি অপশন থাকবে। ৫. স্ট্যাটাস কতক্ষণ দৃশ্যমান থাকবে, তা নির্ধারণ করুন। ৬. সবশেষে পোস্ট বাটনে ট্যাপ করুন। তাহলেই আপনার অ্যাবাউট স্ট্যাটাস আপডেট হয়ে যাবে।