মহিলা বিক্ষোভকারীদের গায়ে হাত পুরুষ পুলিশের? এসএন ব্যানার্জী রোড অবরোধ করে SLST চাকরিপ্রার্থীদের বিস্ফোরক অভিযোগ!

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা ফের একবার বিক্ষোভে উত্তাল। এবার পথে নামল এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। নিজেদের ন্যায্য দাবি নিয়ে তাঁরা এসএন ব্যানার্জী রোড ধরে ধর্মতলার দিকে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ মৌলালীতে তাঁদের পথ আটকে দেয়।

পুলিশি বাধা টপকে বিক্ষোভ: পুলিশি বাধা সত্ত্বেও চাকরিপ্রার্থীরা দমে যাননি। মৌলালীতে বাধা টপকেই তাঁরা ধর্মতলার দিকে ছুটতে শুরু করেন। এর ফলে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা।

বিক্ষোভকারীদের দাবি: চাকরিপ্রার্থীরা বলছেন, “তারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না।” দ্রুত নিয়োগের দাবিতেই তাঁরা রাস্তায় নেমেছেন।

পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিক্ষোভ চলাকালীন পুলিশের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ: চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন যে, পুরুষ পুলিশকর্মীরা মহিলা বিক্ষোভকারীদের গায়ে হাত দিয়েছেন এবং ধাক্কা মেরেছেন, অথচ ঘটনাস্থলে কোনো মহিলা পুলিশকর্মী ছিলেন না।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন এবং পুলিশের ভূমিকার কারণে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।