রাম মন্দিরের পতাকা উত্তোলন! কেন বিশেষভাবে আমন্ত্রিত কাহারেরা? সমাজের প্রান্তিকদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

মঙ্গলবার, ২৫ নভেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছাবেন এবং রাম মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যা জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী নির্দিষ্ট শুভ সময় সকাল ১১:৫৮ টা থেকে দুপুর ১২:৩০ টার মধ্যে রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করবেন।

পতাকা উত্তোলনের আগে রোড শো:

পতাকা উত্তোলন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রোড শো করবেন। অযোধ্যার সাকেত কলেজ হেলিপ্যাড থেকে রাম মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রামপথে তাঁর এই রোড শো অনুষ্ঠিত হবে। এই সময় পাঁচ হাজার স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Group) মহিলা তাঁকে স্বাগত জানাবেন।

সামাজিক সমাবেশের বার্তা:

পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদী মন্দির কমপ্লেক্সে উপস্থিত ৭,০০০-এরও বেশি অতিথিকে সম্বোধন করবেন। এই অনুষ্ঠানে সামাজিক বার্তা দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। আমন্ত্রিতদের মধ্যে বিশেষভাবে সামাজিকভাবে অনগ্রসর ও অনগ্রসর জনগোষ্ঠীর মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কাহার, বারি, বক্সর, নাপিত, কুমোর, রাখাল, লোধি, যাদব, মালি, ধোবি, কামার, তমোলি, পাসি, বাল্মীকি, রবিদাস, বাহেলিয়া, কাসউধন, নাট, কুর্মি, শিখ এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়।

বিবাহ পঞ্চমীতে উপবাস:

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ নভেম্বর বিবাহ পঞ্চমীতে উপবাস পালন করবেন। এর আগে তিনি রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসবের সময়ও উপবাস পালন করেছিলেন।

মোহন ভাগবতের প্রস্তুতি পর্যালোচনা:

এদিকে, আজ সকালে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করবেন। সোমবার বিকেলে রাম জন্মভূমি কমপ্লেক্স অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিদের একটি সভা ডাকা হয়েছে। ডঃ ভাগবত সাধু-সন্ত এবং আরএসএস কর্মকর্তাদের সাথে দেখা করবেন। তিনি গুরুদ্বার ব্রহ্মকুণ্ডে আয়োজিত গুরু তেগ বাহাদুর শহীদ দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দিতে পারেন।