‘মমতার ডানার নীচে শকুনরা জড়ো হয়েছে’! তৃণমূলকে ‘গোষ্ঠী’ বলে বিস্ফোরক তথাগত, এক্স-বার্তায় তীব্র আক্রমণ

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি জানালেন দলেরই বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-বার্তায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে এই বিষয়ে আর বিলম্ব না করার আহ্বান জানান।

তথাগত রায় এক্সবার্তায় লিখেছেন, “বিলম্ব না করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে বা শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে ব্যক্তিগতভাবে আমার কাছে প্রাপ্তি হবে।”

তৃণমূলকে ‘শকুনদের গোষ্ঠী’ বলে আক্রমণ

শুভেন্দু অধিকারীকে সামনে আনার দাবির পাশাপাশি, তথাগত রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেন, “তৃণমূলের কোনও নীতি বা দর্শন নেই। এটা কোনও দল নয়। এটি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গোষ্ঠী, যার ডানার নীচে শকুনরা অর্থ উপার্জনের জন্য জড়ো হয়েছে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে তিনি লেখেন, “মমতার বিপরীত সংখ্যার অনুমান তাই অপরিহার্য। শুভেন্দু কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত পুরো রাজ্য জুড়ে সঠিক কথা বলছেন।”

মোদী-শাহকে ট্যাগ করে ‘সময় ফুরিয়ে যাওয়ার’ হুঁশিয়ারি

যদিও তথাগত রায়ের উদ্বেগ, রাজ্যের সাংগঠনিক শাখা দুর্বল হওয়ার কারণে শুভেন্দুর বক্তব্যগুলি ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না। তাঁর কথায়, “সাংগঠনিক শাখা এতটাই দুর্বল যে তারা এখনও পদাধিকারী নির্বাচন করতে পারেনি! সময় ফুরিয়ে যাচ্ছে!”

এই বার্তাটি তথাগত রায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস (RSS)-এর এক্সবার্তার সংযোগের সঙ্গে যুক্ত করেছেন, যার মাধ্যমে তিনি রাজ্যের বিজেপি নেতৃত্বকে উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের দাবিটি সরাসরি পৌঁছে দিতে চেয়েছেন।