আবার মেট্রো বিভ্রাট! সিগন্যাল ত্রুটির জেরে ব্লু লাইনে ধীর গতি, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

সপ্তাহের দ্বিতীয় দিন সকালেই ফের মেট্রো বিভ্রাটের (Metro Rail Disruption) শিকার হলেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) নিত্যযাত্রীরা। ব্লু লাইন, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে সিগন্যালের গোলযোগের জেরে মেট্রো চলেছে অত্যন্ত ধীর গতিতে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েন স্কুল, কলেজ ও অফিস যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া ঢুকতে সাধারণত সাত থেকে আট মিনিট সময় লাগলেও এদিন লেগেছে প্রায় ৩৮ মিনিট। নোয়াপাড়ার পর থেকেও ট্রেন চলাচল করেছে ধীর গতিতে। সিগন্যাল সমস্যার কারণে ম্যানুয়ালি ট্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গিয়েছে, দক্ষিণেশ্বর এবং বরাহনগরের মাঝে সকাল ৮টা ৪২ মিনিট থেকে ৮টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে ছিল। এরপর ট্রেনটি কোনোমতে বরাহনগরে ঢুকলেও সেখানে ফের দাঁড়িয়ে যায়। ঘোষণা করা হয়, নোয়াপাড়া থেকে সিগন্যাল না পাওয়ায় গাড়ি ছাড়তে দেরি হচ্ছে।

এদিকে, দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন দমদমে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে খালি করে দেওয়া হয়। এরপর সেই ট্রেনটিই শহিদ ক্ষুদিরামের দিকে রওনা দেয়। তবে আপ লাইনে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে পরিষেবা প্রায় স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

ব্লু লাইনের শেষ স্টেশন দক্ষিণেশ্বর থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক বা রেলপথ ব্যবহার করে এসে মেট্রোয় ওঠেন। কিন্তু এদিন মেট্রো দেরিতে চলায় প্রতিটি স্টেশনে ভিড় উপচে পড়ে। ভিড়ের কারণে অনেকেই মেট্রোতে উঠতে পারেননি। একদিকে দেরিতে ট্রেন চলাচল, অন্যদিকে স্টেশনে ভিড় – সব মিলিয়ে সকালে গন্তব্যে পৌঁছাতে সকলেরই দেরি হয়, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।