দিল্লি বিস্ফোরণের পর কড়া নজরদারি! বজবজ থেকে নাইন এমএম পিস্তল-সহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

দিল্লি বিস্ফোরণের পর সতর্কতামূলক নাকা চেকিং চলাকালীন বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বজবজ থানা এলাকা থেকে একটি নাইন এমএম (9MM) পিস্তল, দুটি ওয়ান সাটার বন্দুক এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মৌনফ পার্সে ওরফে বাবু, তিনি বিহারের বাসিন্দা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ধৃত ব্যক্তি কর্মসূত্রে বজবজ এলাকায় থাকতেন। দিল্লির ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং নাকা চেকিং জোরদার করার ফলেই এই অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃত মৌনফ পার্সে ওরফে বাবুকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পুলিশ এখন মূলত দুটি দিকে নজর রাখছে—কোথা থেকে এবং কী কারণে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বজবজে আনা হয়েছিল। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে বড়সড় কোনো চক্র বা পাচারকারী দল জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখতেই ধৃতকে জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এই ঘটনায় এলাকা জুড়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।