রাজভবনে বোমা-বন্দুক! রাজ্যপালের তল্লাশি অভিযানের পর শুভেন্দুর কটাক্ষ- ‘পাঁড় মাতালকে সিরিয়াসলি নিয়েছেন’!

রাজভবনের অভ্যন্তরে বন্দুক ও বোমা মজুত থাকার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস দ্রুত পদক্ষেপ নেন। তিনি কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় রাজভবনে একটি পূর্ণাঙ্গ তল্লাশি অভিযান (সার্চ অপারেশন) চালানোর নির্দেশ দেন।

এই নজিরবিহীন ঘটনার পর রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে রাজ্যপালের পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, “একজন পাঁড় মাতালকে সিরিয়াসলি নিয়ে ফেলেছেন রাজ্যপাল।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক টানাপোড়েনের আবহে নতুন মাত্রা যোগ করল। তল্লাশি অভিযানের পর রাজভবন থেকে অস্ত্র বা বোমা উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।