খতম! কোটি টাকার মোস্ট ওয়ান্টেড নকশাল কমান্ডার হিদমা ও স্ত্রী এনকাউন্টারে নিহত! মাওবাদী গড়ে বিরাট ধাক্কা

অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় সীমান্তের ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন কুখ্যাত নকশাল কমান্ডার মাদভি হিদমা ও তার স্ত্রী। এই অপারেশনকে মাওবাদী সংগঠনের উপর নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলা এবং ছত্তিশগড়ের সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের গোপন ডেরার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা ঘেরাও করার পরই নকশালরা অতর্কিতে গুলি শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। দীর্ঘ গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে ৪৩ বছর বয়সী হিদমা এবং তার স্ত্রীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
গত দুই দশক ধরে মাদভি হিদমা ছিল নিরাপত্তা বাহিনীর কাছে এক বিরাট চ্যালেঞ্জ। ১ কোটি টাকা দামের এই মোস্ট ওয়ান্টেড কমান্ডার কেবল পিপলস লিবারেশন গেরিলা আর্মির (PLGA) ১ নম্বর ব্যাটালিয়নের নেতৃত্বই দিত না, সে ছিল সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। জঙ্গলে গেরিলা যুদ্ধ এবং কৌশলগত চিন্তাভাবনায় তার দক্ষতা তাকে মাওবাদী সংগঠনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন করে তুলেছিল।
২০১৭ সালে সুকমায় ২৫ জন সিআরপিএফ জওয়ান হত্যার ভয়াবহ হামলা এবং ২০১৩ সালে দর্ভা উপত্যকায় কংগ্রেসের প্রবীণ নেতাসহ ২৭ জন নিহতের গণহত্যার মূল ষড়যন্ত্রকারী ছিল হিদমা। তার বিরুদ্ধে অন্তত ২৬টি বড় ধরনের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগ ছিল। নকশাল কার্যকলাপে তার স্ত্রীও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
নিরাপত্তা সংস্থাগুলির মতে, হিদমার মৃত্যু মাওবাদী নেটওয়ার্ককে দুর্বল করে দেবে এবং দক্ষিণ বাস্তারে সংগঠনের দখল বজায় রাখার ক্ষেত্রে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। এই অপারেশন বনাঞ্চলে মাওবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।