৬০-এ ৬০ পেয়েও চাকরি নেই! অভিজ্ঞতার ১০ নম্বরের বিরুদ্ধে রাস্তায় SSC-২০২৫ নবাগতরা—কী দাবি চাকরিপ্রার্থীদের?

ফের উত্তপ্ত হয়ে উঠল রাজপথ। বঞ্চনার অভিযোগ তুলে এবার রাস্তায় নামলেন SSC-২০২৫ (একাদশ-দ্বাদশ) পরীক্ষার নবাগত বা ‘ফ্রেশার’ চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে তীব্র আন্দোলন চালালেন তাঁরা। মূলত, অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার নিয়মের প্রতিবাদেই এই বিক্ষোভ।
আন্দোলনকারীদের অভিযোগ, এই অতিরিক্ত ১০ নম্বরের কারণেই কাট-অফ ৭০ শতাংশের বেশি হয়ে গিয়েছে, ফলে বহু নবাগত মেধাবী প্রার্থী ছিটকে গিয়েছেন। পূর্ণ নম্বর ৬০-এ ৬০ পেয়েও অনেক ফ্রেশার প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। ইন-সার্ভিস শিক্ষকরা অভিজ্ঞতার সুবাদে এই বাড়তি ১০ নম্বর পাওয়ায় নবাগতদের সুযোগ কমেছে বলে দাবি তাঁদের।
আন্দোলনকারী মোক্তার আহমেদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি লিখিত পরীক্ষায় ৬০-এর মধ্যে ৬০ পেয়েও ভেরিফিকেশনের জন্য ডাক পাইনি। এর একমাত্র কারণ অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর। ২০১৬ প্যানেলে যা ছিল না, তা কেন ২০২৫ সালে যোগ করা হলো?” আরেক আন্দোলনকারী বলেন, “দশ বছর পর পরীক্ষা হলো। আমরা ১০ বছর ধরে চাকরির জন্য বসে আছি। আমরা কেন এই বৈষম্য মেনে নেব?”
নবাগতদের মূল দাবিগুলি হল:
অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে।
পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে।
অভিযোগ উঠেছে যে, অভিজ্ঞতার ১০ নম্বর পাওয়া কিছু প্রার্থীর জন্ম তারিখ ১৯৯৭ সালের পরে, যা বয়সের নিরিখে অভিজ্ঞতার নিয়ম অনুযায়ী সম্ভব নয়। যদিও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) স্পষ্ট জানিয়েছে, প্রকাশিত প্রাথমিক তালিকাটি প্রার্থীদের দেওয়া অনলাইন তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে। এই তালিকার তথ্যের যাচাইকরণ বা ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেই চূড়ান্ত ইন্টারভিউ তালিকা প্রস্তুত করা হবে। এর আগে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা রাত ৮টার মধ্যে প্রকাশেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাঁদের প্রতিহত করার চেষ্টা করে।